Government Jobs: ৪২০০০ শূন্যপদ পূরণ, শীঘ্রই নিয়োগপত্র ১৫০০০ পদে, ঘোষণা স্টাফ সিলেকশন কমিশনের
Staff Selection Commission: রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ট্যুইটার হ্যান্ডলে এই ঘোষণা করা হয়।
নয়াদিল্লি: সেনায় নিযুক্তির ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভ চলছেই। তার মধ্যেই ২০২২ সালের মধ্যে ৪২ হাজার পদে নিয়োগ সম্পন্ন করার ঘোষণা স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission/SSC)। এর পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার ২৪৭ পদের জন্য নিয়োগপত্রও জারি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে (Government Jobs)।
৪২ হাজার শূন্যপদ পূরণের ঘোষণা স্টাফ সিলেকশন কমিটির
রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ট্যুইটার হ্যান্ডলে এই ঘোষণা করা হয়। তাতে বলা হয়, ‘২০২২ সালের ডিসেম্বর মাসের আগে ৪২ হাজার পদে নিয়োগ সেরে ফেলা হবে। এ ছাড়াও SSC-র তরফে পরিকল্পনা গৃহীত হয়েছে যে, আসন্ন পরীক্ষার মাধ্যনে ৬৭ হাজার ৭৬৮ শূন্যপদ পূরণ করা হবে যত শীঘ্র সম্ভব।’
More employment opportunities in Government of India as #SSC to soon complete process for issuance of appointment letters for 15,247 posts; letters to be issued by different departments in the next couple of months.
— PIB India (@PIB_India) June 19, 2022
1/n
আরও পড়ুন: Agnipath Protest: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক
শুধু তাই, শীঘ্রই ১৫ হাজার ২৪৭ পদের নিয়োগপত্র জারি করা হবে বলে জানিয়েছে স্টাফ সিলেকশন কমিটি। আগামী কয়েক মাসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে ওই নিয়োগপত্র জারি করা হবে।
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য় সুখবর
এ নিয়ে এখনও পর্যন্ত বিশদ তথ্য যদিও প্রকাশ করা হয়নি। তবে সেনায় স্বল্পমেয়াদি নিযুক্তির প্রকল্প ‘অগ্নিপথ’ ঘিরে যে ভাবে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে, তা থেকে এই ঘোষণা কিছুটা হলেও চাকরিপ্রার্থীদের স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
অতি সম্প্রতিই আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা হয়। এ বার স্টাফ সিলেকশন কমিশনও নিয়োগের ঘোষণা করল।