Mahakumbh 2025 : মহাকুম্ভে আলিশান সুপার লাক্সারি টেন্ট , ৩ দিনের প্যাকেজে খরচ প্রায় দেড় লাখ !
দেশ-বিদেশ থেকে প্রায় ৪0 কোটি মানুষ আসতে চলেছেন প্রয়াগরাজে পুণ্যসলিলায় ডুব দিতে, মনে করছে প্রশাসন।

বিজেন্দ্র সিংহ, প্রয়াগরাজ : প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভের মেলা। আজ পৌষ পূর্ণিমায় প্রথমদিনের পুণ্যস্নান করলেন পূণ্যার্থীরা। সকাল থেকে স্নান করেছেন প্রায় ৫০ লক্ষ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে।
এবছর মহাকুম্ভ। অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভের থেকেও পুণ্যলাভের নিরিখে অনেকটাই এগিয়ে এই মহাকুম্ভ, ভক্তদের বিশ্বাস এমনটাই। ইতিমধ্যেই বহুভক্ত স্নান সেরেছেন। আগামীতে দেশ-বিদেশ থেকে প্রায় ৪0 কোটি মানুষ আসতে চলেছেন প্রয়াগরাজে পুণ্যসলিলায় ডুব দিতে মনে করছে প্রশাসন।
মেলা চলবে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মকর সংক্রান্তি তিথিতে প্রয়াগে এসে গঙ্গায় ডুব দিলে নাকি বহু জন্মের পাপ ধুয়ে মুছে যায় ! তাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন এসেছেন পুণ্যার্থীরা, তেমনই এমন এক বিরাট মাপের ধর্মীয় সমাগম চাক্ষুষ করতে সমাগত হয়েছেন বিদেশী পর্যটকরাও। আর তার জেরে প্রয়াগরাজে এখন থাকার জায়গার দাম আকাশচুম্বি। প্রয়াগে গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমতটে প্রায় ৪ হাজার হেক্টর জমিকে ২৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রায় আড়াই হাজার সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি। তীর্থ পর্যটনে এই ভক্ত-সমুদ্র মন্থন করে বাড়তি উপার্জনের আশায় উজ্জীবিত প্রয়াগের মাঝিরা।
প্রয়াগের সুবিশাল সঙ্গমতটে প্রায় ৪ হাজার হেক্টর জমি জুড়ে বিছিয়ে থাকা কুম্ভ সাম্রাজ্যে এবার অন্যতম আকর্ষণ ইন্ডিয়া ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের টেন্ট সিটি। অতীতে কল্পবাস বা কৃচ্ছসাধনের জন্য প্রসিদ্ধ ছিল যে কুম্ভ মেলা, সেখানে পুণ্যার্থীদের জন্য গড়ে উঠেছে আলিশান সুপার লাক্সারি টেন্ট। শাহি স্নানের দিনগুলোয় ভিআইপি বন্দোবস্তে থেকে যাঁরা এসব চাক্ষুষ করতে চান, তাঁদের জন্য টেন্ট সিটিতে ঢালাও বন্দোবস্ত করা হয়েছে। শাহি স্নানের দিন সুপার লাক্সারি টেন্টে এক রাতের ভাড়া ৪৫ হাজার টাকা। শাহি স্নানের সময় বুকিং করতে হলে অন্তত ৩ দিনের জন্য বুকিং করতে হবে। অর্থাৎ, ৩ দিনে শুধু ভাড়া বাবদ খরচ পড়বে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এর সঙ্গে জুড়বে GST। তবে আমআদমির ব্যবস্থাও রয়েছে টেন্ট সিটিতে। দিন প্রতি দেড় হাজার টাকা ভাড়ায় মিলবে ডর্মিটরি টেন্ট।
মহা কুম্ভের সময় কোটি কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশ শহরের চারপাশকে ঘিরে ফেলেছে চক্রব্যূহের মতো। সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, ১০০ মিটার পর্যন্ত ডুব দিতে সক্ষম আন্ডারওয়াটার ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে, সঙ্গম এলাকায় নজরদারি চালানোর জন্য। এছাড়াও রয়েছে টিথারড ড্রোন, যা ১২০ পর্যন্ত উচ্চতায় পৌঁছতে সক্ষম। সেই সঙ্গে করা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সক্রিয় রয়েছে, কমপক্ষে ২,৭০০ টে ক্যামেরা, যার সাহায্যে রিয়েল-টাইম মনিটরিং করা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
