প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন শেষন, দল নির্বিশেষে শ্রদ্ধা প্রবাদপ্রতিম প্রশাসকের প্রতি
আদর্শ আচরণবিধি কঠোরভাবে চালু করার পুরোধা শেষন ভোটের লড়াইয়ে অবতীর্ণ রাজনীতিকদের মধ্যে ভয়ের সঞ্চার করেছিলেন। যাঁরাই নিয়ম ভাঙার চেষ্টা করতেন, দল নির্বিশেষে কড়া ব্যবস্থা নিতেন তাঁদের বিরুদ্ধে।
Shri TN Seshan was an outstanding civil servant. He served India with utmost diligence and integrity. His efforts towards electoral reforms have made our democracy stronger and more participative. Pained by his demise. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেছেন, গণতন্ত্রের মশালবাহক হিসেবে তিনি চিরকাল স্মরণীয় থাকবেন।
Saddened by the demise of former Chief Election Commissioner, Shri T N Seshan ji. He played a transformative role in reforming and strengthening India’s electoral institution. The nation will always remember him as a true torchbearer of democracy. My prayers are with his family.
— Amit Shah (@AmitShah) November 10, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন।
Saddened to know about the demise of T.N. Seshan, a stalwart for free and fair elections. His legendary contribution to democracy will be always remembered. My condolences to his family and many admirers
— Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2019
তাঁর উত্তর প্রজন্মের কাছে শেষন আদর্শ ছিলেন, বলেছেন, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি।
Sad to announce that Shri TN Seshan passed away a short while ago. He was a true legend and a guiding force for all his successors. I pray for peace to his soul.
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) November 10, 2019
কংগ্রেস নেতা শশী থারুর। জানিয়েছেন, পালাক্কড়ের ভিক্টোরিয়া কলেজে শেষন তাঁর বাবার সহপাঠী ছিলেন। গণতন্ত্রের স্তম্ভ ছিলেন তিনি, তিনি যা করেছেন তাঁর আগের কোনও নির্বাচন কমিশনার তা করতে পারেননি।
Sad that former ChiefElectionCommissioner
TN Seshan has passed away in Chennai. He was my father’s classmate at VictoriaCollege Palakkad — a courageous &crusty boss who asserted the ElectionCommission’s autonomy& authority as no CEC before him had done. A pillar of our democracy pic.twitter.com/FfGBuJnWoU
— Shashi Tharoor (@ShashiTharoor) November 10, 2019
আইএএস অ্যাসোসিয়েশনও শোকপ্রকাশ করেছে। জানিয়েছে, শেষন ছিলেন সকলের রোল মডেল।
The man who reformed our Electoral System as we know today is no more. Shri T N Seshan (1955 TN) - served the nation in various capacities and is a true role model for all of us. His demise is a great loss for the nation & society. Condolences. https://t.co/FOUES0sud9
— IAS Association (@IASassociation) November 10, 2019