Covovax Vaccine Aproval: কোভোভ্যাক্সে ছাড়, এবার নিতে পারবে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও
Covovax: নাবালকদের জন্য আরও একটি ভ্যাকসিনে সিলমোহর। এবার সিরাম ইন্সটিটিউটের কোভাভ্যাক্স টিকায় ছাড়।

নয়াদিল্লি: নাবালকদের জন্য আরও একটি ভ্যাকসিনে (Vaccine) সিলমোহর। এবার সিরাম ইন্সটিটিউটের কোভোভ্যাক্স (Covovax) টিকায় ছাড়। ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য কোভোভ্যাক্স কোভিড টিকায় সম্মতি জানাল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন বা NTAGI.
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন বা NTAGI টিকা নিয়ে যাবতীয় পরামর্শ দিয়ে থাকে। তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত জারি করে কেন্দ্রীয় মন্ত্রক।
কী বলেছিল কেন্দ্র:
এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল টিকাকরণ নিয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে। শুক্রবার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশনের (National Technical Advisory Group on Immunisation) মিটিং হবে। তারপরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব শিশুদের টিকাকরণের উপর জোর দেওয়ার বার্তা দেন। প্রয়োজনে স্কুলগুলিতে বিশেষ শিবির করে টিকাকরণের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলেও জানান।
আরও টিকা:
মঙ্গলবার DGCI বিভিন্ন বয়সের শিশুদের জন্য তিনটি কোভিড ভ্যাকসিনে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। DGCI. ১২ বছরের ঊর্ধ্বদের জন্য জাইকভ-ডি (ZyCov-D), ৬ থেকে ১ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন, ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য কর্বেভ্যাক্সকে অনুমোদন দিয়েছে DGCI. বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, ৫ থেকে ১২ বছর বয়সীদের টিকাকরণের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিশেষজ্ঞ কমিটির পরামর্শের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে।
বুস্টারে জোর:
১৮ বছরের উপর সব নাগরিকরা এখন কোভিডের বুস্টার ডোজ নিতে পারেন। এখন দ্বিতীয় ডোজ নেওয়ার নয় মাস পরে বুস্টার নিতে পারেন সকলে। প্রথমে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য চালু করা হয়েছিল। ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদেরও দেওয়া শুরু হয়েছিল। পরে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সব নাগরিকদের জন্যই বুস্টার ডোজ নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে পাঁচ লক্ষের একটু বেশি নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
