(Source: ECI/ABP News/ABP Majha)
Covid Curbs: ঝড় শুরু হয়েছে, কোভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিপজ্জনক হতে চলেছে?
Covid In World: বিশ্বে ওমিক্রনের BA.1 প্রজাতির থেকেও সংক্রামক স্ট্রেন BA.2 -এর উপপ্রজাতির দাপট ক্রমশ বাড়ছে। ফলে নিষেধাজ্ঞা না থাকলে আরও ছড়িয়ে পড়বে এই ভাইরাস, এমনটাই দাবি।
নয়া দিল্লি: বিশ্বজুড়েই বাড়ছে করোনা। ইউরোপের একাধিক দেশে তুলে নেওয়া হয়েছে কোভিড নিষেধাজ্ঞা। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্বে ওমিক্রনের BA.1 প্রজাতির থেকেও সংক্রামক স্ট্রেন BA.2 -এর উপপ্রজাতির দাপট ক্রমশ বাড়ছে। ফলে নিষেধাজ্ঞা না থাকলে আরও ছড়িয়ে পড়বে এই ভাইরাস, এমনটাই দাবি।
ইতিমধ্যেই কোভিড ঝড় উঠতে শুরু করেছে একাধিক দেশে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউরোপ হয়ে আমেরিকা, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছে গোটা বিশ্ব। উদ্বেগ বাড়িয়েছে এক বছর বাদে চিনে করোনা আক্রান্তের মৃত্যু। অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি। অশনি সঙ্কেত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ইজরায়েলে পাওয়া গিয়েছে করোনার এক নতুন প্রজাতি। নতুন এই স্ট্রেনটি ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি বলে খবর। ওমিক্রনের BA.1 এবং BA.2 প্রজাতি মিলে এই নয়া স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো দেশগুলি সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়েছে সংক্রমণ। ফ্রান্সে, গত সোমবার সরকার বেশিরভাগ কোভিড বিধিনিষেধ শেষ করার পর থেকে সপ্তাহে মামলা এক তৃতীয়াংশেরও বেশি বেড়েছে। জার্মানিতে শুক্রবার ৩ লক্ষ নতুন করে আক্রান্ত হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে।
শুধু এক দিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পেরিয়েছে। ১৪ মাস পর চিনে ফের প্রাণ কেড়েছে করোনা। এক সপ্তাহে বিশ্বে ৮ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ইজরায়েলে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BA.2-র খোঁজ মিলেছে।বিশ্বের নানা প্রান্তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সংক্রমণের, নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সামাজিক দূরত্ব দূরের কথা, বিধি উড়িয়ে চলেছে উৎসব পালন... এই ঢিলেঢালাভাবে দেখে বিশেষজ্ঞদের অনেকেই দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। নতুন করে করোনার এই চোখরাঙানি নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।