এক্সপ্লোর
Mount Everest: মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়েছে .৮৬ মিটার, যৌথ সার্ভে করে ঘোষণা চিন, নেপালের
দু বছর আগেই নেপালের সার্ভে দপ্তর তার উচ্চতা নতুন করে মেপে দেখার প্রক্রিয়া শুরু করে।

কাঠমাণ্ডু: মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? এ ব্যাপারে নতুন তথ্য সামনে এল। নেপাল, চিন যৌথ ভাবে ধরিত্রীর বুকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতার যে পরিমাপ নিয়েছে, সেই অনুসারে মাউন্ট এভারেস্টের সংশোধিত উচ্চতা হল ৮৮৪৮.৮৬ মিটার। দুদেশের তরফে একথা ঘোষণা করা হয়েছে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার তরফে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল। তখন জানানো হয়েছিল, তার উচ্চতা ৮৮৪৮ মিটার। এতদিন পর্যন্ত নেপালে সাগরমাতা নামে ডাকা হয়ে থাকে যে মাউন্ট এভারেস্টকে, তার উচ্চতা সংক্রান্ত এই তথ্যই মান্যতা পেয়েছে।
নতুন হিসাবে দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্ট .৮৬ মিটার বেশি দীর্ঘ। তার উচ্চতা সামান্য হলেও বেড়েছে। কিন্তু কেন বিশ্বের সর্বোচ্চ গিরিশৃঙ্গের উচ্চতা নতুন করে মাপার প্রয়োজন হয়ে পড়ল? উত্তরটা হল, নেপাল সরকারই এমন সিদ্ধান্ত নেয় কারণ নানা মহল থেকে দাবি করা হতে থাকে, ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের অভিঘাত সহ একাধিক কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতায় বদল হয়ে থাকতে পারে। দু বছর আগেই নেপালের সার্ভে দপ্তর তার উচ্চতা নতুন করে মেপে দেখার প্রক্রিয়া শুরু করে।
নেপালের সার্ভে দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুশীল নরসিং রাজভান্ডারী জানিয়েছিলেন, যাঁরা এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করবেন, তাঁদের ঘোষণা অনুষ্ঠানে সম্মান জানানো হবে।
মাউন্ট এভারেস্টের আরও এক নাম মাউন্ট চোমোলুঙ্গমা। এটি তিব্বতী নাম। সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানে নেপাল ও চিনা কর্তারা তার সংশোধিত উচ্চতা ঘোষণা করেন। ছিলেন নেপালের বিদেশ বিষয় সংক্রান্ত মন্ত্রী প্রদীপ কুমার গয়ালি ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। যৌথ সার্ভেতে চিন ও নেপাল, উভয় দেশের টিমই সামিল হয়েছিল।
২০১৯-এ চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেপাল সফরে দুদেশ যৌথভাবেএভারেস্টের সংশোধিত উচ্চতা ঘোষণা করবে বলে ঠিক হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
