এটা কি পাকিস্তান বা বাংলাদেশ! ইমামের 'ফতোয়া'র পাল্টা বিজেপি রাজ্য সভাপতি
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে টিপু সুলতান মসজিদের শাহি ইমামের 'ফতোয়া' নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, সোমবার সাংবাদিক বৈঠক করে ইমাম মৌলানা নুর-উর রহমান বরকতি 'মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায়' বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ফতোয়া ঘোষণার কথা জানান। বলেন, দেশের সবচেয়ে ধর্মনিরপেক্ষ নেতা আমাদের মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে নোংরা ভাষার কথা বলার ঔদ্ধত্য উনি কোথা থেকে পেলেন? আমি ফতোয়া দিয়েছি, ওনাকে বাংলার বাইরে বের করে দিতে হবে। বাংলায় থাকার অধিকার নেই ওনার। বরকতির পাশে সাংবাদিক সম্মেলনে ছিলেন তৃণমূল এমপি ইদ্রিশ আলি। পাল্টা বরকতির মন্তব্যের জবাবে বিজেপি সভাপতিও তাঁকে একহাত নেন। বলেন, বরকতি কী ভেবেছেন, এটা বাংলাদেশ না পাকিস্তান যে উনি আমার বিরুদ্ধে ফতোয়া দেবেন? তিনি তৃণমূলকে ফতোয়া দিন, ওরা ওনার কথা শুনবে, কিন্তু বিজেপি শুনবে না। মনে হচ্ছে, বরকতি বোধহয় আর বাংলা বা ভারতে থাকতে চাইছেন না। উনি পাকিস্তান বা বাংলাদেশ চলে যেতে চান বলেই মনে হয়। প্রসঙ্গত, গতকালই মমতা সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিবাদ জানায় তৃণমূলও।