Nurse on PPT Kit: পিপিই চাপিয়ে লোকগানের সুরে নাচ নার্সের, কোভিড রোগীরা মেলালেন তাল
কিছুদিন আগে নেটমাধ্যমে ভাইরাল হওয়া সিলেটি লোকগান 'নয়া দামান'- গানের ছন্দে নাচের তিনি।
কৌশিক গাঁতাইত, আসানসোল : করোনার বিরুদ্ধে একেবারে সামনে থেকে লড়ছেন তারা, যুদ্ধকালীন মেজাজে রোগীদের সারিয়ে তোলার ব্রতে সামিল স্বাস্থ্যকর্মীরা। তবে শুধু সংক্রমিতদের শরীরের খেয়ালই নয়, তারা মানসিকভাবেও যাতে তরতাজা থাকেন, সেজন্য অভিনব এক পথ নিলেন আসানসোলের জেলা হাসপাতালে কর্মরত নার্স ইন্দ্রাণী দত্ত।
কোভিড ওয়ার্ডে রোগীদের মানসিক স্বস্তি দিতে মাস্ক, পিপিই সহ যাবতীয় সুরক্ষাবস্ত্র গায়ে চাপিয়েই তাদের উপহার দিলেন নাচ। কিছুদিন আগে নেটমাধ্যমে ভাইরাল হওয়া সিলেটি লোকগান 'নয়া দামান'- গানের ছন্দে নাচের তিনি। আর তাঁর যে নাচ শুরুর কিছুটা পরেই কোভিড আক্রান্তরাও মনের হরষে উৎসাহ দেন নার্সকে। গত ২৮ মে আসানসোল জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে কর্মরত অবস্থায় নার্স ইন্দ্রাণী দত্তের নাচের ভিডিও করে রাখেন তাঁর এক সহযোদ্ধা। পরে বাকিদের সঙ্গে সেই তথ্য ভাগ করে নিতে ভিডিও শেয়ার করলেই তা হয়ে ওঠে ভাইরাল।
বাংলাদেশের ঢাকার কয়েকজন চিকিৎসক, নার্সেরও নয়া দামান গানের তালে নাচ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। এবার বঙ্গের ইন্দ্রাণী দত্তের নাচও একইরকম ভাইরাল। হঠাৎ কেন এভাবে নেচে উঠলেন জানতে চাইতে ইন্দ্রাণী বলেছেন, 'কোভিড আক্রান্ত হলে একেই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার সুযোগ থাকে না। সঙ্গে পাশের বেডে আরও রোগীদের দেখতে হয়, সবমিলিয়ে করোনা সংক্রমিতরা প্রচণ্ডভাবে মানসিকভাবেও আক্রান্ত হয়ে পড়েন। তারা যেন ইতিবাচক মানসিকতা নিয়ে থাকেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পান, সেই ভাবনা থেকেই নাচ করা।'
এদিকে, নাচের মাধ্যমে কোভিড রোগীদের উৎসাহিত করার ইন্দ্রাণী দত্তের এই প্রয়াসের প্রশংসা করেছেন আসানসোল জেলা হাসপাতালের নার্সিং সুপার সুরভি মুখোপাধ্যায়। তিনি বলেছেন, 'কোভিড রোগীদের ক্ষেত্রে নিঃসঙ্গতা কতটা মারাত্মক হতে পারে এটা কিন্তু আগে সেভাবে ভাবেনি অনেকেই। এখন ভাবছেন। এমনিতেই শারীরিক যন্ত্রণার সঙ্গে ভোগ করতে হয় মানসিক যন্ত্রণাও, তাই আমাদের হাসপাতালের নার্স তাঁর নাচের মাধ্যমে রোগীদের ইতিবাচক মানসিকতা ফেরাতে চেয়েছে, এটা সত্যিই খুব আনন্দ দিচ্ছে।'
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )