PM Kisan scheme: কালই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২ হাজার টাকা
রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাত লক্ষের বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠানো হয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগামীকাল সকাল ১১ টার পর কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের ২ হাজার করে টাকা ঢুকবে।
নয়াদিল্লি: শুক্রবার দেশের ৯ কোটি কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের অষ্ঠম কিস্তির ২ হাজার করে টাকা ঢুকবে। তাৎপর্যপূর্ণভাবে আগামীকালই প্রথমবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কেন্দ্রের যে টাকা। কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের পোর্টালে বাংলার ৪০ লক্ষ কৃষক আবেদন করলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বরের মতো যাবতীয় ডিটেলস রাজ্য সরকারের পক্ষ থেকে ভেরিফাই না হওয়ার জেরে আগের সাত কিস্তির সময় টাকা পাননি বাংলার কৃষকরা। তবে তৃতীয়বার ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাত লক্ষের বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠায় কৃষক সম্মান নিধি প্রকল্পের পোর্টালের জন্য। যারপরই কেটে যায় জট।
রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাত লক্ষের বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠানো হয়েছে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগামীকাল সকাল ১১ টার পর কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের ২ হাজার করে টাকা ঢুকবে। তবে এর আগে বাংলার কৃষকরা এই প্রকল্পের টাকা না পাওয়ার জেরে, তাদের ক্ষেত্রে এটি প্রথম কিস্তির টাকা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রত্যেককে কৃষককে বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তাই মোট ৩ কিস্তিতে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা পৌঁছবে কৃষকদের অ্যাকাউন্টে। এমনটাই জানা গিয়েছে কৃষিমন্ত্রকের পক্ষ থেকে।
আগামীকাল সকাল ১১টায় কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা শেষ হওয়ার পরই কেন্দ্রীয় সরকারের দেশের ৯ কোটি কৃষকের জন্য বরাদ্দ মোট ১৯ হাজার কোটি টাকা পাঠানো শুরু হবে তাদের অ্যাকাউন্টে। রাজ্যে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার দাবি করেছিলেন, বিজেপি সরকার বঙ্গে প্রথম ক্যাবিনেট বৈঠকেই কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করে দেবে। বাংলায় বিজেপির ক্ষমতা দখলের প্রত্যাশা অপূর্ণ থাকলেও কৃষকদের ক্ষেত্রে অবশ্য তা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না। নবান্নে দিনকয়েক আগে সাংবাদিক বৈঠকেও যে বিষয়টি উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের পক্ষ থেকে ভেরিফাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, এবার কথা মতো কৃষকদের টাকা দিন।