WB Election 2021 LIVE চোপড়ায় বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক
West Bengal Election 2021 Live Updates উঠল গো ব্যাক স্লোগান...
LIVE

Background
WB Election 2021 LIVE: তৃণমূলের বিক্ষোভের মুখে রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ
চোপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ। বিজেপি সাংসদ ও বিধায়ককে কালো পতাকা, বিক্ষোভ-স্লোগান। হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যান রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ। চোপড়ায় পৌঁছতেই দু’জনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এলাকায় উস্কানি বিজেপি নেতাদের, পাল্টা অভিযোগ তৃণমূলের।
West Bengal Election 2021 LIVE: বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক
উত্তর দিনাজপুরের চোপড়ায় যুব তৃণমূলের বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক। উঠল গো ব্যাক স্লোগান। শাসক দলের অভিযোগ, অশান্তিতে উস্কানি দিতেই এলাকায় এসেছেন বিজেপির দুই নেতা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের হামলাতেই বিভিন্ন এলাকা উত্তপ্ত।
WB Election 2021 LIVE: হামলার নেপথ্যে জমি বিবাদ?
বাজার করতে বেরিয়ে আক্রান্ত হলেন হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। সপ্তগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল নেতারা।অভিযুক্ত সোনা শীল আগে তৃণমূলে ছিলেন। পরে তাঁকে বহিষ্কার করা হয় বলে দাবি তৃণমূল সূত্রে। ঘটনার পর সোনা ও তাঁর এক সঙ্গীর বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা
WB Election 2021 LIVE: শীতলকুচিকাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারকে তলব সিআইডির
শীতলকুচির গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে ডেকে পাঠাবে সিআইডি। গতকাল মাথাভাঙার আইসি-কে দুঘন্টা জেরার পর, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রাক্তন পুলিশ সুপারকে ডাকছে সিআইডি।
West Bengal Election 2021 LIVE: শীতলকুচির গুলিকাণ্ডে আরও তলব
শীতলকুচির গুলিকাণ্ডে ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানের সঙ্গে মাথাভাঙার সাব-ইনস্পেক্টরকেও তলব করল সিআইডি। এই সাব-ইনস্পেক্টর আর টি মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন। গুলিচালনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি সিআইডি-র। সূত্রের খবর, করোনাআবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন সিআইএসএফ-এর আইজি। কিন্তু সেই আবেদন খারিজ করে, আজই সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মাথাভাঙার আইসি-সহ ২ পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
