WB Election 2021 LIVE চোপড়ায় বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক
West Bengal Election 2021 Live Updates উঠল গো ব্যাক স্লোগান...
LIVE
Background
কলকাতা: রাজভবনে শপথ নিল তৃতীয় মমতা মন্ত্রিসভা। করোনা-কালে মাত্র ৬ মিনিটে পূর্ণ-স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রতিমন্ত্রী পদে ৪৩ মন্ত্রীর শপথগ্রহণ। অসুস্থতা-করোনা সংক্রমণের জন্য ভার্চুয়ালে শপথ অমিত-ব্রাত্য-রথীনের।
স্বরাষ্ট্র-স্বাস্থ্য-ভূমি ছাড়াও মুখ্যমন্ত্রীর হাতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। পঞ্চায়েত-গ্রামোন্নয়নেই সুব্রত। শিল্প-বাণিজ্যে ফিরলেন পার্থ, শিক্ষায় এলেন ব্রাত্য। অর্থ-পরিকল্পনার দায়িত্বে ফের অমিত মিত্র।
রাজ্য বিধানসভার বিরোধী নেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। আজ হেস্টিংসে বিজেপির নব নির্বাচিত বিধায়কদের উপস্থিতিতে শুভেন্দুকে বিধানসভার বিরোধী দলনেতা ও পরিষদীয় নেতা হিসেবে বেছে নেওয়া হয়। গঠনমূলক কাজে সরকারের সহযোগিতা করার আশ্বাস দেন শুভেন্দু। যদিও তৃণমূল শিবির শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে নারাজ।
নতুন মন্ত্রিসভার শপথের দিনেই ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথের পনেরো মিনিটের মধ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী আবার রাজ্যে আসা কেন্দ্রীয় দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদল কেন শুধু বিজেপির বাড়িতে যাচ্ছে?
শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ২ অফিসার, ৪ জওয়ানকে তলব সিআইডি-র। আজই হাজিরার নির্দেশ। ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ। মাথাভাঙার আইসি-সহ ২ পুলিশ অফিসারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রেই বিজেপির বিপর্যয়! মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এগরা বিধানসভা আসনের ফল দেখে এমনই গুঞ্জন পদ্ম শিবিরে। হারের কারণ খুঁজতে ময়না তদন্ত বৈঠক শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি। আর তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ৮ জন মহিলা মুখ। তাঁদের মধ্যে ৪ জনই প্রথমবারের মন্ত্রী। জঙ্গলমহলের ৩ জেলা - বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ৩ মহিলা বিধায়ককে মন্ত্রিসভায় আনলেন মুখ্যমন্ত্রী।
তাপস রায় থেকে তপন দাশগুপ্ত। গিয়াসউদ্দিন মোল্লা থেকে মন্টুরাম পাখিরা। ভোটে জিতলেও তৃণমূল সরকারের তৃতীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন অনেকেই।
পশ্চিমবঙ্গের বিধানসভায় কেন শূন্য হয়ে গেল কংগ্রেস? কেরল, অসমে কেন শোচনীয় ফল? তার কারণ খুঁজতে ছোট কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কংগ্রেস। আজ ওয়ার্কিং কমিটির বৈঠকে একথা জানান অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গাঁধী। ২০১৬-র বিধানসভা নির্বাচনে বাংলায়, বামেদের সঙ্গে জোট করলেও কংগ্রেসের ঝুলিতে গেছিল ৪৪টি আসন। কিন্তু ৫ বছরেই তা শূন্যে নেমে এসেছে। কেরল ও অসমেও খারাপ ফল করেছে কংগ্রেস। যার প্রেক্ষিতে সোনিয়া গান্ধীর মন্তব্য, এই ফলগুলিই বুঝিয়ে দিচ্ছে যে, দলকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এদিকে করোনা মহামারীর কারণে, আপাতত সভাপতি পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কংগ্রেস।
WB Election 2021 LIVE: তৃণমূলের বিক্ষোভের মুখে রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ
চোপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ। বিজেপি সাংসদ ও বিধায়ককে কালো পতাকা, বিক্ষোভ-স্লোগান। হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে যান রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ। চোপড়ায় পৌঁছতেই দু’জনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এলাকায় উস্কানি বিজেপি নেতাদের, পাল্টা অভিযোগ তৃণমূলের।
West Bengal Election 2021 LIVE: বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক
উত্তর দিনাজপুরের চোপড়ায় যুব তৃণমূলের বিক্ষোভের মুখে দার্জিলিঙের বিজেপি সাংসদ ও শিলিগুড়ির বিধায়ক। উঠল গো ব্যাক স্লোগান। শাসক দলের অভিযোগ, অশান্তিতে উস্কানি দিতেই এলাকায় এসেছেন বিজেপির দুই নেতা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের হামলাতেই বিভিন্ন এলাকা উত্তপ্ত।
WB Election 2021 LIVE: হামলার নেপথ্যে জমি বিবাদ?
বাজার করতে বেরিয়ে আক্রান্ত হলেন হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা আদিত্য নিয়োগী। সপ্তগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল নেতারা।অভিযুক্ত সোনা শীল আগে তৃণমূলে ছিলেন। পরে তাঁকে বহিষ্কার করা হয় বলে দাবি তৃণমূল সূত্রে। ঘটনার পর সোনা ও তাঁর এক সঙ্গীর বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা
WB Election 2021 LIVE: শীতলকুচিকাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারকে তলব সিআইডির
শীতলকুচির গুলিকাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে ডেকে পাঠাবে সিআইডি। গতকাল মাথাভাঙার আইসি-কে দুঘন্টা জেরার পর, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রাক্তন পুলিশ সুপারকে ডাকছে সিআইডি।
West Bengal Election 2021 LIVE: শীতলকুচির গুলিকাণ্ডে আরও তলব
শীতলকুচির গুলিকাণ্ডে ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানের সঙ্গে মাথাভাঙার সাব-ইনস্পেক্টরকেও তলব করল সিআইডি। এই সাব-ইনস্পেক্টর আর টি মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন। গুলিচালনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি সিআইডি-র। সূত্রের খবর, করোনাআবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন সিআইএসএফ-এর আইজি। কিন্তু সেই আবেদন খারিজ করে, আজই সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মাথাভাঙার আইসি-সহ ২ পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।