US President Election 2024 : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার
Republican Party : আইনি বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও, ট্রাম্পও রিপাবলিকানদের হয়ে '২৪-এ মনোনয়ন দেওয়ার লড়াইয়ে আছেন।
ওয়াশিংটন : পেশায় ইঞ্জিনিয়ার । এবার হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াইয়ে ভারতীয় বংশোদ্ভূত হর্ষ বর্ধন সিং। নিকি হ্যালি ও বিবেক রামস্বামীর পর ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় ব্যক্তি যিনি রিপাবলিকান প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় নাম লেখালেন।
২০২৪ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন হর্ষ বর্ধন সিং। বছর ৩৮-এর এই ভারতীয়-আমেরিকান ইঞ্জিনিয়ার তাঁর ভিডিও বার্তায় বলেছেন, "সারাজীবনের রিপাবলিকান" এবং "প্রথমে আমেরিকা", যিনি কাজ করেছেন নিউ জার্সি রিপাবলিকান পার্টির কনসারভেটিভ উইং পুনরুদ্ধারের চেষ্টা করার।
৩ মিনিটের সেই ভিডিও মেসেজে হর্ষ বর্ধন আরও বলেন, 'গত কয়েক বছরে আমেরিকায় যেসব পরিবর্তনগুলি হয়েছে, সেগুলি পাল্টানোর জন্য এবং আমেরিকানদের মূল্যবোধ পুনরুদ্ধারে আমাদের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাই, আমি ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করব।'
I'm entering the race for President.https://t.co/OEHCSYOdvK pic.twitter.com/RyxW4sKMSW
— Hirsh Vardhan Singh (@HirshSingh) July 27, 2023
শুক্রবার অবশ্য 'দ্য হিল' সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ফেডারেল নির্বাচন কমিশনের কাছে তিনি সরকারিভাবে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন। হর্ষ বর্ধনের পথেই, এবছরই গোড়ার দিকে রিপাবলিকান পার্টির হয়ে তাঁদের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন, দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর বছর ৫১-এর নিক্কি হ্যালি ও বছর ৩৭-এর কোটিপতি বিবেক রামাস্বামী। তাঁরা লড়াই করবেন আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আইনি বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও, ট্রাম্পও রিপাবলিকানদের হয়ে '২৪-এ মনোনয়ন দেওয়ার লড়াইয়ে আছেন। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখান দেখার।
এই পরিস্থিতিতে আগামী বছর ১৫ থেকে ১৮ জুলাই জাতীয় সম্মেলনে বসবেন রিপাবলিকানরা। সেখানেই তাঁরা দলের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঠিক করবেন। রিপোর্ট অনুযায়ী, ২০১৭ ও ২০২১ সালে নিউ জার্সির গভর্নর হওয়ার দৌড়ে ছিলেন হর্ষ বর্ধন সিং। ২০১৮ সালে হাউস সিট দখলের চেষ্টা করেন। ২০২০ সাল সেনেটের দৌড়েও ছিলেন। কিন্তু, রিপাবলিকান দলের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন তিনি। গভর্নর হওয়ার লড়াইয়ে তিনি আরও রক্ষণশীল বিকল্প হিসাবে প্রচার করেছিলেন। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যার সাদৃশ্য পাওয়া যায়। যার বিপরীত প্রান্তে রয়েছেন চূড়ান্ত মনোনীত প্রার্থী জ্যাক সিয়াত্তারেলি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial