এক্সপ্লোর
Advertisement
ওয়ার্ড ফাইলকে কীভাবে পিডিএফ করবেন? জেনে নিন তিন সহজ ধাপ
ওয়ার্ড ফাইল পিডিএফ করা অন্য ফাইল পিডিএফ করার থেকে সোজা।
কলকাতা: ওয়ার্ড বা নোটপ্যাডে ফন্ট সাইজ, ইমেজ অ্যালাইনমেন্ট সকলেরই প্রায় আলাদা আলাদা। ফলে অফিসে বা অন্যত্র নানা ধরনের সমস্যা হয়। এই সব সমস্যা থেকে উদ্ধার পেতে পারেন খুব সহজে, ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করে। জেনে নিন কীভাবে করবেন।
ওয়ার্ড ফাইল পিডিএফ করা অন্য ফাইল পিডিএফ করার থেকে সোজা। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড থাকলে ডকুমেন্ট ওপেন করুন, ক্লিক করুন ফাইল, তারপর সেভ অ্যাস। এতে চলে যাবেন ফাইল অপশনে। সেখানে পিডিএফ অপশনে ক্লিক করুন, উইন্ডো দেখা গেলে ফাইলের একটি নতুন নাম দিন। ওকে ক্লিক করুন, আপনার ফাইল পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে।
অন্য একটি পদ্ধতি হল অনলাইন কনভার্টার ব্যবহার করা। যেমন, ফোন বা ট্যাবলেট থেকে ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে চাইলে এই ধাপগুলি অনুসরণ করুন-
১. hipdf.com- সাইটে যান।
২. ওপরে বাঁ দিক থেকে তৃতীয় অপশন অর্থাৎ ওয়ার্ড টু পিডিএফ-এ ক্লিক করুন।
৩. ক্লিক করুন চুজ ফাইলে, তারপর আপনার ফোন বা কম্পিউটারের লোকাল স্টোরেজ থেকে ওয়ার্ড ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেন করুন।
৪. ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কনভার্ট-এ ক্লিক করুন। কনভার্সন শেষ হতে দিন। তারপর ডাউনলোড করুন।
৫. ব্যস, আপনার ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ হয়ে গিয়েছে।
হাজারো ওয়েবসাইট ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করে। কিন্তু এখানে যে পদ্ধতি বলা হল, সেটি সহজতম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement