Delhi Metro: ৪০ লক্ষ নগদ, ৮৯টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল ! মেট্রোতে আরও কী বহুমূল্য সম্পদ ফেলে গিয়েছেন যাত্রীরা ?
Delhi Metro: মেট্রোর নিত্যযাত্রীরা তাদের বহুমূল্য সম্পদ অনেক সময়েই ভুলবশত মেট্রোতেই ফেলে চলে যান। আর এভাবেই নগদ ৪০ লক্ষ টাকা, ৮৯টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল ফোন, ৯টি মঙ্গলসূত্র মেট্রোতে ফেলে গিয়েছেন যাত্রীরা।

নয়াদিল্লি: মেট্রোর নিত্যযাত্রীরা তাদের বহুমূল্য সম্পদ অনেক সময়েই ভুলবশত মেট্রোতেই ফেলে চলে যান। আর এভাবেই নগদ ৪০ লক্ষ টাকা, ৮৯টি ল্যাপটপ, ১৯৩টি মোবাইল ফোন, ৯টি মঙ্গলসূত্রও মেট্রোতে ফেলে গিয়েছেন যাত্রীরা। এই অবাক করা তথ্যই (Delhi Metro) জানিয়েছে দিল্লি মেট্রো। ২০২৪ সালে গোটা এক বছরে মেট্রোর কামরা থেকে উদ্ধার হয়েছে এতগুলি বহুমূল্য সম্পদ। শুধু তাই নয়, এই জিনিসগুলি উদ্ধার করে আবার দিল্লি মেট্রোর (Metro Railways) উদ্যোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ কর্মীদের মাধ্যমে দাবি যাচাই করে সেই জিনিসের মালিককে আবার ফেরত দেওয়া হয়েছে।
পিটিআই সংবাদমাধ্যমে জানানো তথ্য অনুসারে, সিআইএসএফ পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কে একটি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা কভারেজ প্রদান করে যা রাজধানী অঞ্চলে ৩৫০ কিমির বেশি রেল ট্র্যাক কভার করে এবং এটি ২৫০টিরও বেশি স্টেশনে বিস্তৃত এই নেটওয়ার্ক। স্টেশন এলাকায় এক্স রে ব্যাগেজ কাউন্টারের কাছেই বেশিরভাগ মানুষ নিজেদের জিনিসপত্র ফেলে গিয়েছেন। সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালে যাত্রীরা ফেলে গিয়েছেন ৪০.৭২ লক্ষ টাকা নগদ, ৮৯টি ল্যাপটপ, ৪০টি ঘড়ি, ১৯৩টি মোবাইল, এমনকী রুপোর গয়নাও অনেকে ফেলে গিয়েছেন মেট্রোতে। ১৩ জোড়া নুপুর, অন্য আংটি, বালার মত গয়নাও ফেলে গিয়েছেন যাত্রীরা।
২০২৪ সালে সিআইএসএফ জওয়ানরা মেট্রোর কামরা থেকে ২৪,৫৫০টি মার্কিন ডলার, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাখত এই বিদেশি মুদ্রাগুলিও মিলেছে। গত বছর এই নিরাপত্তাকর্মীরা রেকর্ড করেছেন ৫৯টি আত্মহত্যার ঘটনা, এর মধ্যে ২৩ জনের মৃত্যু ঘটেছে, ৩৩ জন আহত হয়েছেন গুরুতরভাবে। ৭৫ রাউন্ড গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে মেট্রো থেকেই। দিল্লি মেট্রোতে পুরুষ ও মহিলা মিলিয়ে ১৩ হাজার নিরাপত্তাকর্মীকে রাখা হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
