Viral News: অফিসের জামাসুদ্ধই এলিয়ে পড়েছিলেন, ঘুম ভাঙল ৩২ ঘণ্টা পর, ভর্তি হতে হল ICU-তে
Fungal Infection: সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরেছিলেন। কোনও দিকে না তাকিয়েই বিছানায় এলিয়ে পড়েন। অফিসের জামা-কাপড় পর্যন্ত ছাড়েননি। কিছুক্ষণ ‘Power Nap’ নিয়েই উঠে পড়বেন ভেবেছিলেন। কিন্তু ঘুম যখন ভাঙল, নয় নয় করে ৩২ ঘণ্টা পার হয়ে গিয়েছে। সটান হাসপাতালের ICU-তে ঠাঁই হল এক ব্যক্তির। জানা গেল, এমনি এমনি ৩২ ঘণ্টা টানা ঘুমাননি তিনি। বিশেষ ধরণের সংক্রমণ কাবু করে ফেলেছিল তাঁকে, যা সরাসরি তাঁর মস্তিষ্কে থাবা বসায়। (Viral News)
সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার Khaleej Times সংবাদমাধ্যম বিষয়টি সামনে আনতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ৫১ বছর বয়সি ওই বাসিন্দা অফিস থেকে ফেরেন বিধ্বস্ত অবস্থায়। ক্লান্তি এতটাই গ্রাস করেছিল যে অফিসের জামা-কাপড় পরেই বিছানায় এলিয়ে পড়েন। এর পর যা ঘটে, তার জন্য ওই ব্যক্তি নিজেও প্রস্তুত ছিলেন না, প্রস্তুত ছিলেন না চিকিৎসকরাও। (Fungal Infection)
Khaleej Times ওই ব্যক্তির আসল নাম প্রকাশ করেনি। তাঁকে অ্যালেক্স বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বক্তব্য, “নিজেকে বিধ্বস্ত মনে হচ্ছিল। ভেবেছিলান Power Nap নিলেই ঠিক হয়ে যাবে। রাত ৮.৩০টা নাগাদ বাড়িতে ঢুকি। ঘুম ভাঙে যখন একটু বিভ্রান্ত মনে হচ্ছিল নিজেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর ৪.৩০টে বাজে। সাত ঘণ্টা ঘুমিয়েছি বলে ধরে নিই।” কিন্তু সব কিছু যে ঠিক নেই এর পরই বুঝতে পারেন অ্যালেক্স।
অ্যালেক্স জানিয়েছেন, ঘুম ভাঙার পর বিছানাতেই ছিলেন তিনি। হাত বাড়িয়ে মোবাইল ফোনটি তোলেন। কিন্তু ব্যাটারি ডেড ছিল, বন্ধ হয়ে গিয়েছিল মোবাইল ফোন। অ্যালেক্সের কথায়, “ফোন চার্জে বসিয়ে ফের চিৎ হয়ে শুয়ে পড়ি আমি। কিন্তু চারপাশের সবকিছু কেমন অস্বাভাবিক মনে হচ্ছিল। ঘরের চার দেওয়াল যেন ক্রমশ এগিয়ে আসছিল। আকারে অনেক বড় মনে হচ্ছিল ফোনটিকেও। অন্য কারও বাড়িতে রয়েছি বলে হঠাৎ মনে হচ্ছিল।”
অ্যালেক্স জানিয়েছেন, ক্লান্তি নয়, ক্রমশ অলীক কিছু যেন গ্রাস করে নিচ্ছিল তাঁকে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, গুলিয়ে যাচ্ছিল সব ভাবনা-চিন্তা। সেই অবস্থায় কোনো রকমে হাত বাড়িয়ে ফোনটিকে অন করেন তিনি। দেখেন, ৫০টির বেশি মিসড কল, সহকর্মী, বন্ধু, পরিবারের লোকজনের মেসেজে ভরে গিয়েছে ইনবক্স। অ্যালেক্সের কথায়, “আমি ত্রস্ত হয়ে পড়ি। বিভ্রান্ত মনে হয় নিজেকে। কিছু যে একটা গুরুতর ঘটছে বুঝতে পারি। বাড়ির কাছের হাসপাতালে দৌড়ই সঙ্গে সঙ্গে।”
হাসপাতেল পৌঁছে সমস্যার কথা জানাতেই অ্যালেক্সকে ভর্তি করে নেওয়া হয়। তিনি একটানা ৩২ ঘণ্টা ঘুমিয়েছেন শুনে সরাসরি ICU-তে নিয়ে গিয়ে জরুরি ভিত্তিতে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। রক্তপরীক্ষার পাশাপাশি, নিউরলজিক্যাল স্ক্যান, টক্সিকোলজির রিপোর্ট চাওয়া হয় তড়িঘড়ি। অস্বাভাবিক ভাবে এত ক্ষণ কী করে ঘুমালেন অ্যালেক্স, ভেবে কূল পাচ্ছিলেন না চিকিৎসকরাও।
কিন্তু রিপোর্ট সামনে আসতেই হতবাক হয়ে যান সকলে। দেখা যায়, বিরল ফাঙ্গাল সংক্রমণ হয়েছে অ্যালেক্সের, যা সরাসরি তাঁর মস্তিষ্কের একটি অংশকে গ্রাস করে নিয়েছে। সংক্রমণের জেরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন অ্যালেক্স, জ্ঞান ছিল না তাঁর। তবে চিকিৎসকদের মতে, সংক্রমণ ঠেকাতে অ্যালেক্সের মস্তিষ্ক নিজেই সক্রিয় হয়ে ওঠে। জোর করে একটি অংশের কাজকর্ম বন্ধ করে দেয়, যাতে সমস্যার সংক্রমণ কোনও ক্ষতি করতে না পারে। তবে আর কয়েক ঘণ্টা যদি ঘুমাতেন অ্যালেক্স, তাঁর কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল, মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা চিকিৎসকদের।
Medcare Hospital Al Saffar-এর স্নায়ু বিশেষজ্ঞ খালিদ জানিয়েছেন, স্লিপ ডিসঅর্ডারের প্রাথমিক উপসর্গগুলি উপেক্ষা করেন অনেকেই। দিনের বেলা ঝিমুনি, রাতে ঘুম আসতে না চাওয়া, এসবই তার অঙ্গ। ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, ছটফট করা, একটুতেই ঘুম ভেঙে যাওয়া, এসব লক্ষণকে উপেক্ষা করা ঠিক নয় বলে মত তাঁর। আবার দীর্ঘ সময় ঘুমানোও স্বাস্থ্যের জন্য ঠিক নয় হৃদরোগ, ডায়বিটিস, স্থূলতা গ্রাস করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
