এক্সপ্লোর
Credit Card: ক্রেডিট কার্ডে লাগামহীন সুবিধা, মিলবে ছাড়! কিন্তু এগুলি না দেখলেই রয়েছে জরিমানার আশঙ্কা
Credit Card Statement: ক্রেডিট কার্ডের বিল নিয়ে খেয়াল রাখতেই হবে। কোন কোন দিকে?
ফাইল চিত্র, ছবি: গেটি
1/10

আপদে-বিপদে টাকার জোগান পেতে বড় ভরসা ক্রেডিট কার্ড। আগে থেকে টাকা খরচ করলেও পরে নির্দিষ্ট দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হয় ব্যাঙ্ক বা ঋণ প্রদানকারী সংস্থাকে।
2/10

নির্দিষ্ট দিন পর্যন্ত সুদ না লাগলেও, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে মোটা সুদ-সহ জরিমানা দিতে হয়। সেই কারণেই ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল নিয়ে খেয়াল রাখতে হবে। ক্রেডিট কার্ডের বিলটিও ঠিকমতো দেখতে হবে।
Published at : 25 Jul 2024 05:00 PM (IST)
আরও দেখুন



















