এক্সপ্লোর
Maruti Suzuki Grand Vitara: এসইউভি হয়েও লিটারে দেবে ২৮ কিমি, কেমন দেখতে মারুতির গ্র্যান্ড ভিটারা ?
Maruti Suzuki Grand Vitara Launched: ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা (Maruti Suzuki Grand Vitara)। টয়োটার আরবান ক্রুজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি।
Maruti Suzuki Grand Vitara
1/10

ভারতের বাজারে এসেছে মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি গ্র্যান্ড ভিটারা (Maruti Suzuki Grand Vitara)। টয়োটার আরবান ক্রজার হাইরাইডারের প্লাটফর্মেই তৈরি হয়েছে এই গাড়ি। ১১,০০০ টাকা দিয়ে বুক করা যাবে এই নতুন মডেল।
2/10

গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধনে মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাশি তাকাউচি বলেন, "গ্র্যান্ড ভিটারা একটি মাঝারি আকারের এসইউভি, যা নেক্সা ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। মারুতি সুজুকির এই গাড়িতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন।''
Published at : 22 Jul 2022 11:07 AM (IST)
আরও দেখুন


















