এক্সপ্লোর
TMC Shahid Diwas: আবেগ হার মানাল বৃষ্টিকে, উৎসাহ-উদ্দীপনায় বাঁধভাঙা তৃণমূলের ২১ জুলাই
TMC 21 July: বৃষ্টি মাথায় নিয়ে ভিড়। ধর্মতলা চত্বরে কার্যত তিল ধারণের জায়গাও ছিল না।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

শহরের বুকে মহা সমারোহের আয়োজন। বহুদূর থেকে তার জন্য় ছুটে এসেছেন তৃণমূল সমর্থকরা। ধর্মতলা চত্বরে কার্যতই তিল ধারণের জায়গা ছিল না। তবে শুধু ধর্মতলা নয়, জনস্রোত পৌঁছেছিল কালীঘাটে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উপকণ্ঠেও। সকাল থেকে সেখানে ভিড় উপচে পড়েছে। বাড়িতেই নেত্রীকে একঝলক দেখার আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। ছবি: পিটিআই
2/10

২১ জুলাই, তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব শহরে। বৃহস্পতিবার ভোর থেকে তো বটেই, বুধবার সকাল থেকেই শহরে ভিড় জমাতে শুরু করেন জেলা থেকে আসা মানুষজন। এ দিন সকালে কালীঘাটেও মানুষের ভিড় চোখে পড়ল। সম্প্রতি ঘটে যাওয়া অনুপ্রবেশের ঘটনার জেরে মমতার বাড়ির আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে কাছে যেতে না পারলেও আক্ষেপ নেই কারও। তফাতে দাঁড়িয়েই নেত্রীর দর্শন পাওয়ার অপেক্ষায় তৃণমূল সমর্থকেরা। ছবি: পিটিআই
Published at : 21 Jul 2022 06:23 PM (IST)
আরও দেখুন






















