এক্সপ্লোর
IAS Success Story: প্রতিবন্ধী হিসেবে সংরক্ষণ নেননি, কেমন ছিল IAS সৌম্যার জীবন-সংগ্রাম
IAS Saumya Sharma: কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্পে যত কঠিনই নিজের স্বপ্ন হোক না কেন, স্বপ্নকে বাস্তুবায়িত করা যায়। দিল্লির সৌম্যা শর্মা যেন এরই দৃষ্টান্ত তৈরি করেছেন।
ছবি- সৌম্যা শর্মার ইনস্টাগ্রাম
1/10

দেশের সমস্ত সিভিল সার্ভিস পরীক্ষার্থীর কাছে আজ তিনি আইকন। স্বপ্নের পথে মাটি কামড়ে পড়ে থাকতে পারে ক'জন ? দিল্লির সৌম্যা শর্মা পেরেছেন। সমস্ত বাধা কাটিয়ে সাফল্য পেয়েছেন। আইএএস হয়েছেন। জানুন তাঁর কাহিনি। ছবি- সৌম্যার ইনস্টাগ্রাম
2/10

১১ বছর বয়স থেকেই তাঁর শ্রবণশক্তি নষ্ট হতে শুরু করেছিল। তারপর ধীরে ধীরে ১৬ বছর বয়সে সম্পূর্ণভাবে বধিরতা গ্রাস করে তাঁকে। ছবি- সৌম্যার ইনস্টাগ্রাম
Published at : 29 Dec 2023 09:38 PM (IST)
আরও দেখুন






















