এক্সপ্লোর
Lifestyle:দিনের পর দিন স্ট্রেসে ভুগছেন? 'ব্রেন'-এর ক্ষতি হচ্ছে না তো?
Brain Health: প্রত্যেক দিনের কাজকর্ম--শরীরে যে অঙ্গ এই সবকিছুর মূল আধার, তার নাম মস্তিষ্ক। কিন্তু এই মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আগাম কতটুকু সচেতনতা রয়েছে আমাদের?
দিনের পর দিন স্ট্রেসে ভুগছেন? 'ব্রেন'-এর ক্ষতি হচ্ছে না তো?
1/9

বিবেচনা বোধ থেকে কাজের পরিকল্পনা, আবেগ নিয়ন্ত্রণ থেকে প্রত্যেক দিনের কাজকর্ম--শরীরে যে অঙ্গ এই সবকিছুর মূল আধার, তার নাম মস্তিষ্ক। কিন্তু এই মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আগাম কতটুকু সচেতনতা রয়েছে আমাদের?
2/9

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবনশৈলিতে কিছু বদল মস্তিষ্কের স্বাস্থ্য ধরে রাখতে কাজে দিতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাপারে আমাদের অনেকে যথেষ্ট সতর্ক থাকি না।
Published at : 04 Oct 2023 06:35 AM (IST)
আরও দেখুন






















