এক্সপ্লোর
Tips For Parents: সন্তান খুব চুপচাপ? 'ইন্ট্রোভার্ট'? কীভাবে সকলের সামনে সহজ করবেন শিশুকে? রইল টিপস
Introvert Children: এক সমীক্ষায় দাবি, একাধিক অভিভাবকের অভিযোগ, এই অতিমারী তাঁদের সন্তানদের অনেক বেশি টেকনোলজি নির্ভর করে তুলেছে, এবং একইসঙ্গে আসল মানুষ, পরিবেশ, বা আশেপাশের থেকে দূরে নিয়ে গেছে।
ছবি সৌজন্য: পিক্স্যাবে
1/10

করোনার আবহে গৃহবন্দি বিশ্ববাসী যখন রোগের সঙ্গে প্রাণপনে লড়াই চালিয়েছে, সেই সঙ্গে বদল ঘটেছে তাঁদের জীবনযাত্রাতেও। এই দুই বছরে হাজার হাজার সন্তান হারিয়েছে তাঁদের স্বাভাবিক শৈশব।
2/10

স্কুলে যাওয়া, শিক্ষক-শিক্ষিকাদের সামনে বসে পড়া শোনা, বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ-খুনসুটি, ভাগ করে টিফিন খাওয়া, মাঠে নেমে খেলাধুলো, নতুন নতুন বন্ধু তৈরি করা, সবই যেন সুদূর অতীতের গল্প হয়ে উঠেছিল। সবকিছুই এসে সীমাবদ্ধ হয়েছিল কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে।
Published at : 30 Mar 2023 09:32 PM (IST)
আরও দেখুন






















