এক্সপ্লোর
Tips For Parents: সন্তান খুব চুপচাপ? 'ইন্ট্রোভার্ট'? কীভাবে সকলের সামনে সহজ করবেন শিশুকে? রইল টিপস
Introvert Children: এক সমীক্ষায় দাবি, একাধিক অভিভাবকের অভিযোগ, এই অতিমারী তাঁদের সন্তানদের অনেক বেশি টেকনোলজি নির্ভর করে তুলেছে, এবং একইসঙ্গে আসল মানুষ, পরিবেশ, বা আশেপাশের থেকে দূরে নিয়ে গেছে।

ছবি সৌজন্য: পিক্স্যাবে
1/10

করোনার আবহে গৃহবন্দি বিশ্ববাসী যখন রোগের সঙ্গে প্রাণপনে লড়াই চালিয়েছে, সেই সঙ্গে বদল ঘটেছে তাঁদের জীবনযাত্রাতেও। এই দুই বছরে হাজার হাজার সন্তান হারিয়েছে তাঁদের স্বাভাবিক শৈশব।
2/10

স্কুলে যাওয়া, শিক্ষক-শিক্ষিকাদের সামনে বসে পড়া শোনা, বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ-খুনসুটি, ভাগ করে টিফিন খাওয়া, মাঠে নেমে খেলাধুলো, নতুন নতুন বন্ধু তৈরি করা, সবই যেন সুদূর অতীতের গল্প হয়ে উঠেছিল। সবকিছুই এসে সীমাবদ্ধ হয়েছিল কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে।
3/10

ফলে টেকনোলজির ওপর তাঁদের নির্ভরতা বেড়েছে। কিন্তু 'কমিউনিকেশন স্কিল' (communication skill) বলতে যা বোঝায়, অর্থাৎ সামনে দাঁড়িয়ে কথা বলা, নতুন মানুষ চেনা, সেই সমস্তেই ঘাটতি হয়েছে। বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে, অভিভাবকরা উদ্বিগ্ন যে অতিমারীর জন্য ভার্চুয়াল শিক্ষা তাঁদের সন্তানদের অন্তর্মুখী (introverts) করে তুলেছে।
4/10

এই সমস্ত কিছুর ক্ষেত্রে যদিও একেবারে অব্যর্থ কোনও উপায় থাকে না, কিন্তু নিম্নলিখিত কিছু উপায় আপনার সন্তানদের নতুন বন্ধু তৈরি করতে ও তাঁদের সঙ্গে রাখতে-থাকতে উৎসাহ জোগাবে।
5/10

বাচ্চাদের প্রশ্ন জিজ্ঞেস করতে উৎসাহ দিন। সংযোগ স্থাপনের সর্বশ্রেষ্ঠ উপায় হল এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যা বিশেষভাবে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যার সঙ্গে শিশু যোগাযোগ স্থাপন করছে।
6/10

আপনার সন্তানকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করুন যার উত্তর হ্যাঁ বা না-এর চেয়ে বেশি হতে হবে।
7/10

সামাজিক সাচ্ছন্দ্য বাড়ানোর ক্ষেত্রে এটা সর্বাগ্রে প্রয়োজন। শিশুর প্রিয় স্পোর্টস হোক, বা তার পছন্দের বাদ্যযন্ত্র বা তাঁর পছন্দের যে কোনও কাজে নিজেও অংশ নিন। পছন্দের কাজে পরিচিত কারও সঙ্গ পেলে তারা অনেক সহজভাবে মিশতে পারবে বাকিদের সঙ্গেও।
8/10

শিশুরা যা দেখে প্রায়ই তাইই শেখে। ফলে তাঁরা যখন সবকিছু নজর করছে, শিখছে, সেই সময়ে আপনি ওদের সঙ্গে কীভাবে মিশছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদের কথা মন দিয়ে শোনেন কি? সেটা শুনে বা প্রশ্ন শুনে কি তাতে অংশ নেন? পরিবার ও বন্ধুদের জন্য সত্যিকারের চিন্তা করেন কি?
9/10

এই সবকিছুই বাড়ির খুদে সদস্যের নজরে পড়ে এবং তাদের ব্যবহারে প্রকাশ পায়। আপনি সন্তানের সঙ্গে বা আশেপাশের মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করছেন বা মিশছেন তার বড় প্রভাব পড়ে শিশুদের ওপর। ফলে ভাল 'রোল মডেল' হয়ে ওঠা প্রয়োজন।
10/10

আপনার শিশু কোন ধরনের পরিস্থিতিতে স্বস্তিতে থাকবে সেটা একেবারেই তার চরিত্রের ওপর নির্ভর করছে। আপনার সন্তান যদি অন্তর্মুখী হয়, তাহলে বাইরের জগতের সঙ্গে সহজে মিশতে তার সময়, সেটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে জোর করবেন না, ছোট হলেও সাধারণ সম্মানটুকু তাদেরও প্রাপ্য।
Published at : 30 Mar 2023 09:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
