এক্সপ্লোর
PPF Withdrawal Rules পিপিএফ থেকে পুরো বা আংশিক টাকা তোলার কিছু নিয়ম
1
1/10

ম্যাচুরিটির মেয়াদ উত্তীর্ণ হলে যে কোনও ব্যক্তি তাঁর পিপিএফ অ্যাকাউন্টের পুরো টাকা তুলে নিতে পারেন।
2/10

অর্থাৎ, অ্যাকাউন্ট শুরু হওয়ার ১৫ বছর পর এই টাকা পুরো তুলে নেওয়া যায়। পিপিএফ ম্যাচিওর করে ১৫ বছরে।
3/10

সেই সময় বিনিয়োগ করা অর্থ (মূল) ও অর্জিত সুদ সমেত গোটা অঙ্ক তুলে নেওয় যাবে এবং অ্যাকাউন্টটি বন্ধ হবে।
4/10

১৫ বছরের আগে, অর্থাৎ, ম্যাচুরিটির আগে টাকার প্রয়োজন হলে, সেক্ষেত্রে ষষ্ঠ বছরের পর, অর্থাৎ সপ্তম বর্ষ থেকে টাকা তোলা যায়।
5/10

এক্ষেত্রে, প্রত্যাহারের বছরের আগে চতুর্থ বছরের শেষে অথবা প্রত্যাহারের বছরের আগের বর্ষের (অর্থবর্ষ) শেষে (দুয়ের মধ্যে যেটা কম) অ্যাকাউন্টে যে অর্থ জমা থাকবে, তার সর্বোচ্চ ৫০ শতাংশ হিসেব করেই টাকা তোলা যাবে।
6/10

উপরন্তু, বছরে একবার করেই সেই টাকা তোলা যাবে। পাশাপাশি, অর্থ তোলার আগে, যাবতীয় ঋণ ও বকেয়া অর্থ মিটিয়ে ফেলতে হবে।
7/10

নির্দিষ্ট পরিস্থিতিতে ম্যাচুরিটির আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেওয়া হয়।
8/10

যেমন, অ্যাকাউন্ট হোল্ডার বা তাঁর স্ত্রী বা নির্ভরশীল শিশু বা পিতামাতার জীবন সংশয় হতে পারে, এমন রোগ বা অসুস্থতার চিকিৎসার জন্য।
9/10

অ্যাকাউন্ট হোল্ডার বা নির্ভরশীল শিশুদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হলেও ম্যাচুরিটির আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যায়।
10/10

এছাড়া, অন্য দেশে স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও ম্যাচুরিটির আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করা যায়।
Published at : 06 Aug 2021 12:54 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















