এক্সপ্লোর
UP Election Result 2022: লক্ষাধিক ভোটে জয়ী যোগী আদিত্যনাথ, রঙের উৎসব উত্তরপ্রদেশে

ছবি সৌজন্যে- পিটিআই
1/10

৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখলের পথে বিজেপি । ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের।
2/10

গোরক্ষপুর থেকে লক্ষাধিক ভোটে জয়ী আদিত্যনাথ। এক লক্ষেরও বেশি ভোটে জয়ী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজ পশ্চিম কেন্দ্র থেকে জয়ী সিদ্ধার্থনাথ সিংহ।
3/10

কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৬৩ আসনে জয়ের পথে বিজেপি।
4/10

৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী।
5/10

উত্তরপ্রদেশে ৬০ শতাংশের বেশি আসন বিজেপির। জয় লখিমপুর, হাথরসেও।
6/10

ভোট গণনার ট্রেন্ড সামনে আসতেই যোগী রাজ্যে শুরু হয় উৎসব।
7/10

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের ছবি নিয়ে উৎসবে মাতেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা।
8/10

মিষ্টি খাইয়ে, রঙ খেলে একেবারে অকাল হোলির চেহারা নেই রাজ্যের বিভিন্ন প্রান্ত।
9/10

রীতিমতো ঢোল নিয়ে রাস্তায় নামেন কর্মী সমর্থকরা। জয়ের আনন্দে ঢোল বাজান বিজেপির মহিলা কর্মীরা।
10/10

এদিন লখনউয়ে বিজেপি কার্যালয়ের সামনেও সেলিব্রেশনের ছবি দেখা যায়।
Published at : 10 Mar 2022 05:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
