এক্সপ্লোর
Mamata on Eid: ইদের নমাজে স্নেহের পরশ, রেড রোডে মমতা-অভিষেকের সঙ্গী ছোট্ট আজানিয়া

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নঞ্চে ছোট্ট আজানিয়া।
1/10

দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ইদ। কলকাতাতেও অন্যথা হয়নি। প্রতি বছরের মতো এ বছরও রেড রোডে নমাজপাঠের আয়োজন হয়। তাতে হাজিরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/10

প্রতি বছরই রেড রোডের নমাজ দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এ বারে সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর সেখানে তাঁদের সঙ্গী হয় অভিষেক-কন্যা আজানিয়া। সাদা চুড়িদার, নীল ওড়নায় মমতার ঠিক পিছনেই ছিল সে। উৎসবের মরশুমে সপরিবারে মুখ্যমন্ত্রী বিশেষ করে ছোট্ট আজানিয়ার উপস্থিতি মন কেড়েছে সকলের। এর আগে, জয়ের মঞ্চে, ইডি-সিবিআই নিয়ে টানাপোড়েনের সময়ও পিসিঠাম্মার সঙ্গে দেখা গিয়েছিল তাকে।
3/10

রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে এ দিন ঐক্যের বার্তা দেন মমতা। জানান, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে।
4/10

মমতা বলেন, মমতা জানিয়েছেন, সকলকে নিয়ে চলার শিক্ষাই তিনি পেয়েছেন মা-বাবার কাছ থেকে। আজীবন সেই লক্ষ্য নিয়েই চলবেন। তার জন্য আত্মবলিদান দিতেও কুণ্ঠা বোধ করবেন না।
5/10

রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন মমতা। বলেন, "এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব।"
6/10

মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও তিনি প্রস্তুত বলে জানান। বলেন, "চোখরাঙানির সামনে মাথা নোয়াব না।"
7/10

মমতা বলেন, "ধর্ম যার যার নিজের নিজের। কিন্তু উৎসব সকলের। এই ইদ শান্তি, সম্প্রীতি, সুখ বয়ে আনুক। বাংলাই শান্তি এবং সংহতির পথ দেখাবে।"
8/10

মমতার কথায়, "যারা ভয় পায়, তারাই মরে। তাই যা করতে হয় করব। আমি কাউকে ভয় পাই না। কফন আমার জন্য অপেক্ষা করে, আমি কফনের জন্য নয়।"
9/10

যে বিভাজন, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, তা ঠিক নয় দেশের জন্য। আমরা ঐক্য চাই। মিথ্যে প্রতিশ্রুতি নয়, আমরা চাই, অচ্ছে দিন সকলকে একজোট করুক। আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে: মমতা।
10/10

কেউ কেউ মিথ্যে বলে হিন্দু-মুসলমানকে টুকরো টুকরো করতে চায়। বাংলার ঐক্য দেখে হিংসা হয় অনেকের। সকলে শান্তিতে থাকুন। বাংলায় যেমন ঐক্য রয়েছে, আর কোথাও নেই: মমতা।
Published at : 03 May 2022 02:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
