তালিকায় সকলের আগে নাম আসবে ভারত ভূষণের। বৈজু বাওরা ছবি বিখ্যাত করে দেয় তাঁকে, প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু জুয়োর নেশা এবং একের পর এক ছবি ফ্লপ হওয়ার জেরে বাংলো, দামি গাড়ি সব বেচে দিতে হয় তাঁকে। উঠতে হয় বস্তিতে।
2/5
এ কে হাঙ্গল বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। মৃত্যুর আগে শেষ দিনগুলিতে তাঁর কাছে নিজের ওষুধ কেনারও পয়সা ছিল না।
3/5
হাসতে রহনা ছবিতে ভগবান দাদা তাঁর যাবতীয় অর্থ বিনিয়োগ করেন। ছবিটি চলেনি, তাঁকে তাঁর ২৫ কামরার বাংলো বিক্রি করতে হয়, বেচতে হয় ৭টি গাড়ি। পরিবার নিয়ে গিয়ে ওঠেন বস্তিতে।
4/5
বিমি কেরিয়ার শুরু করেন বি আর চোপড়ার ছবি দিয়ে। একটি ছবি ফ্লপ করে আর খারাপ সময় শুরু হয়। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন তিনি, হয়ে পড়েন নেশাগ্রস্তও। অল্প বয়সে মারা যান, শেষকৃত্যর জন্য দেহ নিয়ে যাওয়া হয় রিকশা করে।
5/5
বলিউডের ভিলেন মহেশ আনন্দ বেশ কিছু হিট ছবিতে কাজ করেছেন। তামিল, তেলুগু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু দীর্ঘদিন হাতে কাজ ছিল না, পরিচালকদের অনুরোধ করতেন, কোনও ছবিতে ছোটখাটো কাজ দিতে। গত বছর ভারসোভার ফ্ল্যাটে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ বলে, অন্তত ২ দিন আগে মারা গিয়েছেন তিনি।