এক্সপ্লোর
Tomato Price Hike: টমেটোর দামে আগুন, বাজারে গিয়ে চিন্তায় আমজনতা

সেঞ্চুরি পার করল টমেটো
1/9

দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনার দাম। আচমকা এমন মূল্যবৃদ্ধিতে চিন্তা বাড়ছে। বেশিরভাগ শহরে খুচরো টমেটোর দাম ৮০ টাকা প্রতি কেজি । বাজারে গিয়ে তাই মুখ ব্যাজার করেই ফিরতে হচ্ছে আম জনতাকে।
2/9

সরকারী তথ্য অনুসারে, ব্যাপক বৃষ্টিপাতের কারণে দক্ষিণের কয়েকটি রাজ্যে দাম প্রায় প্রতি কেজি ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। কোনও কোনও রাজ্যে তার চেয়েও বেশি।
3/9

কলকাতাতেও টমেটো বিক্রি হচ্ছে চড়া দামে। ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। এর আগে কখনও এত দাম বৃদ্ধি হয়নি।
4/9

চেন্নাইতে, টমেটোর খুচরো মূল্য ছিল প্রতি কেজি ১০০ টাকা, পুদুচেরিতে প্রতি কেজি ৯০ টাকা, বেঙ্গালুরে ৮৮ টাকা প্রতি কেজি এবং হায়দ্রাবাদে ৬৫ টাকা প্রতি কেজি। অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইতে বেশ কয়েকটি জায়গায় টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
5/9

যে টমেটো পাওয়া যেত ৩৫-৪০ টাকা প্রতি কেজি দরে। তা এখন সেঞ্চুরি পার। আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
6/9

চিনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টমেটো উৎপাদনকারী দেশ হল ভারত।
7/9

সবথেকে বেশি টোমেটো উৎপন্ন হয় অন্ধ্র প্রদেশে। কিন্তু সেখানেই এই সবজি এখন সেখানেই ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। গোটা দেশের চাহিদা সঙ্গে তাল মেলানোই দুষ্কর।
8/9

অন্ধ্র প্রদেশের ৫৯ হাজার হেক্টর জমিটে টমেটো চাষ হয়। সে রাজ্যে গড় প্রতি বছর ২৬.৬৭ লক্ষ মেট্রিক টন টোমেটো উৎপন্ন হয়।
9/9

লক্ষ্মী পুজোর সময়ই এই রাজ্যে টমেটো বিক্রি হয়েছে ৬০-৮০ টাকা কিলো দরে।
Published at : 26 Nov 2021 08:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
