এক্সপ্লোর
Newest Country in The World: স্বাধীনতা অর্জনের পর দেড় দশকও কাটেনি, পৃথিবীর নবতম দেশ এটি
Newest Country: ২০১১ সালে স্বানতাপ্রাপ্তি এই দেশের। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

নিত্যদিন মানচিত্রে নতুন দেশের অন্তর্ভুক্তি ঘটে না। আচমকা নিজেদের স্বাধীন ঘোষণা করলেও, রাতারাতি দেশ হিসেবে স্বীকৃতি পায় না কোনও ভূখণ্ড। বর্তমানে পৃথিবীতে মোট দেশের সংখ্যা ১৯৩, যারা রাষ্ট্রপুঞ্জের সদস্য। ভ্যাটিক্যান সিটি এবং প্যালেস্তাইনকে স্বাধীন দেশ হিসেবে ধরা হয় শুধুমাত্র। ছবি: পিক্সাবে।
2/10

দেশ হিসেবে গন্য হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মকানুন রয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হয় অবশ্যই। সেই নিরিখে পৃথিবীর নবতম দেশ কোনটি জানেন? ছবি: পিক্সাবে।
Published at : 12 Mar 2024 12:12 PM (IST)
আরও দেখুন






















