এক্সপ্লোর
International Yoga Day 2022: স্পেন থেকে সৌদি আরব, বিশ্বজুড়ে পালিত যোগদিবস

ভারতীয় বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে প্রাপ্ত ছবি।
1/10

২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের সঙ্গেই বিশ্বের আরও একাধিক দেশে পালিত হয়েছে যোগ দিবস। ভারতের বিদেশমন্ত্রক এবং বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাসের উদ্যোগে গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশে পালন করা হয়েছে যোগ দিবসের অনুষ্ঠান। আয়োজিত হয়েছে যোগ শিবিরও। আমেরিকার একাধিক শহরে আলাদা আলাদা করে পালিত হয়েছে যোগ দিবস। পালিত হয়েছে রাশিয়াতেও।
2/10

আফ্রিকা মহাদেশের তানজানিয়া। সেখানে পালিত হল আন্তজার্তিক যোগ দিবসের অনুষ্ঠান। সেদেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিভিন্ন বয়সের নাগরিককে নিয়ে আয়োজিত যোগ শিবির।
3/10

ইন্দোনেশিয়ার বালি। সেখানকার ভারতীয় দূতাবাস এবং আরও একটি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে যোগ শিবির। বালির ডেনপাসারে হওয়া ওই শিবিরে এক হাজার জনেরও বেশি নাগরিক যোগ দিয়েছেন বলে উদ্যোক্তাদের দাবি।
4/10

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তাইল্যান্ড। সেদেশ অয়ুথ্যা-তে আয়োজিত হয়েছে যোগ শিবির। উপস্থিত ছিলেন সেদেশের কলাকুশলীরাও।
5/10

আরব আমিরশাহিতে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। আবুধাবিতে মহাসমারোহে পালন করা হয় যোগ শিবির। উপস্থিত ছিলেন সেদেশের প্রশাসনিক কর্তারাও। শিবিরে যোগ দিয়েছিলেন একাধিক ইচ্ছুক ব্যক্তি।
6/10

স্লোভেনিয়াতেও আয়োজিত হয়েছিল অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। সেদেশের একাধিক শহরে হবে এই আয়োজন। সেদেশের স্কোফজালোকা শহরের অনুষ্ঠানের একটি মুহূর্ত।
7/10

উদযাপন ইতালিতেও। সেখানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগাভ্যাসের পাশাপাশি আয়োজন ছিল ভারতীয় সঙ্গীত অনুষ্ঠানেরও।
8/10

রানির দেশেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। ইংলন্ডের বার্মিংহ্যামের ভারতীয় দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে যোগ শিবির। হাত মিলিয়েছিল স্থানীয় বেশ কিছু সংগঠন। ম্য়াঞ্চেস্টারের গ্রিন ওয়ালটন পার্কে হয়েছে অনুষ্ঠান।
9/10

স্পেনের মাটিতেও যোগব্যায়াম। সেদেশের গুয়াদালহারা শহরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছিলেন বহু সংখ্যক উৎসাহী।
10/10

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সেখানকার ভারতীয় দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে এই অনুষ্ঠান। এছাড়াও জার্মানি, হাঙ্গেরি, কুয়েত, ওমান, ব্রাজিল, আর্জেন্টিনা-সহ একাধিক দেশে পালিত হয়েছে যোগ দিবস। সব ছবি: ভারতীয় বিদেশমন্ত্রক ও ভারতীয় দূতাবাসগুলির টুইটার হ্যান্ডেল থেকে প্রাপ্ত
Published at : 21 Jun 2022 07:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
