এক্সপ্লোর
Pyramids History: গায়ে লেগে ঠিকরে পড়ত রোদ, মিশরের ঐতিহ্যের পিরামিড, আজ পড়ে রয়েছে শুধু স্মৃতিচিহ্ন
Egyptian Pyramids: মিশর বলতেই প্রথমে মাথায় আসে পিরামিড। ইতিহাস এবং কল্পকথার মিশেল। না ছুঁয়ে দেখলেই নয়।
ছবি: পিক্সাবে।
1/10

ধূ ধূ করছে চারিদিক। উড়ছে ধুলোবালি। গায়ে এসে পড়া রোদ জ্বালা ধরায়। তাও ইতিহাস প্রেমী মানুষ নাম শুনলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। অতীতকে ছুঁয়ে দেখার অভীপ্সা শিহরণ জাগায়। মিশরকে ঘিরে এই উদ্দীপনা কাজ করে মূলত পিরামিডের জন্যই।
2/10

ইতিহাসের পাতায়, ছবিতে, সিনেমার পর্দায় দেখা বাদামি পিরামিডের সঙ্গে বালুকাময় ভূমি মিলেমিশে একাকার হয়ে যেতেই দেখেছি আমরা। কিন্তু হাজার হাজার বছর আগে পিরামিড যখন তৈরি হয়েছিল, তারা চেহারা ছিল সম্পূর্ণ আলাদা।
Published at : 15 Mar 2023 03:11 PM (IST)
আরও দেখুন






















