এক্সপ্লোর
Strongest Marsquake: ছ’ঘণ্টা ধরে একটানা কম্পন, হতভম্ব বিজ্ঞানীরাও, মঙ্গলের মাটিতে কি আদৌ বসতি গড়ে তোলা সম্ভব?
Science News: এক বছর আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল মঙ্গলগ্রহ। নেপথ্য কারণ অত সোজাসাপটাও নয়।
ছবি: ফ্রিপিক।
1/10

আগে থেকে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হলেও, ইদানীং কালে পৃথিবীর বুকে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকেই মাটি কেঁপে ওঠার ঘটনা সামনে আসছে। সৌরজগতের অন্য গ্রহগুলিতেও ভূমিকম্প ঘটে।
2/10

এ ব্যাপারে ব্যতিক্রমী নয় মঙ্গল গ্রহই। ২০২২ সালে সেখানে ৪.৭ তীব্রতায় ভূমিকম্প হয়। তার আগে ২০২১ সালে মঙ্গলের মাটি কেঁপেছিল ৪.২ তীব্রতায়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এক ঘণ্টার মধ্যেই যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, ২০২২ সালের ৪ মে-র –ভূমিকম্পে টানা ছয় ঘণ্টা মঙ্গলের মাটি কেঁপেছিল।
Published at : 18 Oct 2023 01:05 PM (IST)
আরও দেখুন






















