এক্সপ্লোর
Why Do We Lie: মিথ্যে বলেন সকলেই, শুধুই অভ্যাস নয়, কারণ একাধিক, বলছেন মনোবিদরা
Human Behaviour: কমবেশি সকলেই মিথ্য়ে বলি আমরা। কারণ একাধিক। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

বাস্তব জীবনে সত্যবাদী যুধিষ্ঠির হওয়া একরকম অসম্ভব। পরিস্থিতি বিচার করে অতি বড় সৎ ব্যক্তিকেও মিথ্যে বলতে হয়। কখনও আবার কৌশলে এড়িয়ে যেতে হয় সত্যকে।
2/11

কারও কারও মধ্যে মিথ্যে বলার প্রবণতা যদি বেশি হয়, তবে কমবেশি প্রত্যেকেই মিথ্যে বলেন। কিন্তু কেন মিথ্যের আশ্রয় নিতে হয় মানুষকে? রয়েছে একাধিক বিশ্লেষণ।
Published at : 22 Aug 2024 08:24 PM (IST)
আরও দেখুন






















