এক্সপ্লোর
Cheteshwar Pujara Birthday: অস্ট্রেলীয় পেসারদের বলে শরীরে কালশিটে, চুম্বন করে সারিয়ে দেবে বলেছিল একরত্তি মেয়ে
Pujara Birthday: ৩৫ বছর পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটার। যদিও একটা সময় কেউ ভাবেননি যে, ব্যাটসম্যান হবেন পূজারা।

Cheteshwar Pujara
1/10

বাইশ গজে টেস্ট ক্রিকেটে তিনি জাতীয় দলের ব্যাটিংয়ের স্তম্ভ। আজ, ২৫ জানুয়ারি সেই চেতেশ্বর পূজারার জন্মদিন।
2/10

৩৫ বছর পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটার। যদিও একটা সময় কেউ ভাবেননি যে, ব্যাটসম্যান হবেন পূজারা।
3/10

ছোটবেলায় অলরাউন্ডার হতে চেয়েছিলেন পূজারা। ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিনও করতেন তিনি।
4/10

পরে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও পরবর্তীকালে কোচিং করানো কারসন ঘাউড়ি তাঁকে শুধু ব্যাটিংয়ে মনোনিবেশ করার পরামর্শ দেন।
5/10

জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট ম্যাচ খেলেছেন পূজারা। করেছেন ৭০১৪ রান।
6/10

সেঞ্চুরি ১৯টি। সর্বোচ্চ অপরাজিত ২০৬ রান।
7/10

তবে সীমিত ওভারের ক্রিকেটে বলার মতো কিছু করেননি পূজারা। ভারতের হয়ে ৫টি ওয়ান ডে-তে মাত্র ৫১ রান করেছেন।
8/10

২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন পূজারা। ব্রিসবেনে অস্ট্রেলীয় ফাস্টবোলাররা তাঁর শরীর লক্ষ্য করে বোলিং করেও দমিয়ে রাখতে পারেননি।
9/10

গোটা শরীরে বলের আঘাতে কালশিটে। পূজারাকে সান্ত্বনা দিয়েছিল একরত্তি মেয়ে অদিতি। বলেছিল, চিন্তা কোরো না। আমি তোমার আঘাতের জায়গায় চুম্বন করে দিলে কমে যাবে।
10/10

পরে পূজারা একটি সাক্ষাৎকারে বলেন, 'অদিতি খেলতে খেলতে পড়ে গেলে আমি ওর চোট লাগা জায়গায় চুম্বন করতাম। সেই জন্যই ও আমাকে এটা বলেছিল।' ছবি - ফেসবুক থেকে নেওয়া
Published at : 25 Jan 2023 06:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
