এক্সপ্লোর
Gautam Gambhir: বিলাসবহুল বাড়ি, বিদেশি কুকুর, স্ত্রী-কন্যাকে নিয়ে সুখী পরিবার ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচের
Gautam Gambhir Life Style: গম্ভীর নিজেও ফিটনেস নিয়ে সচেতন। তাঁর স্ত্রী নাতাশাও শরীর সচেতন। ২ জনেই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যায়ামের ছবিও দেন।

পরিবারের সঙ্গে বিলাসবহু জীবন গৌতম গম্ভীরের (ছবি )
1/8

গৌতম গম্ভীর। দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার। যদিও এই মুহূর্তে তাঁর আরও একটা পরিচয়। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেডকোচ তিনি।
2/8

দিল্লিতে বিলাসবহুল বাড়ি গৌতম গম্ভীরের। নিজের সন্তান, স্ত্রী ও পোষ্যকে নিয়ে সেখানেই থাকেন রোহিতদের হেডস্যার। সূত্রের খবর, বাড়িটির দাম কমপক্ষে ২০ কোটি টাকা।
3/8

বাড়ির ভেতরে সব অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। বাড়ির ভেতরের অংশ সাদা ও বাদামি রংয়ের।
4/8

ঝাড়বাতি, আরামদায়ক আসবাবপত্র এবং চমৎকার পেইন্টিং ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সেখানেই স্ত্রী নাতাশা ও দুই কন্যাসন্তান আজিজ ও আনাইজার সঙ্গে থাকেন।
5/8

গম্ভীর প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির ভিতর থেকে ছবি শেয়ার করেন। সেই ছবিগুলোতে দেখা যাবে গম্ভীরের বাড়ির বিলাসিতা সম্পর্কে আন্দাজ করা যায়।
6/8

গম্ভীর নিজেও ফিটনেস নিয়ে সচেতন। তাঁর স্ত্রী নাতাশাও শরীর সচেতন। ২ জনেই মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যায়ামের ছবিও দেন।
7/8

গম্ভীরের ঘরে রয়েছে একটি বিদেশি কুকুরও। গম্ভীর নিজে ভীষণভাবে পােষ্য প্রেমী।
8/8

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজই গম্ভীরের ভারতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব সামলাবেন গম্ভীর। সোমবার নিজে প্রথমবার সাংবাদিক বৈঠকও করেন।
Published at : 22 Jul 2024 11:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
