এক্সপ্লোর
India Record: শুধু চার-ছক্কায় ২৩২ রান! নিজামের শহরে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটাররা
India vs Bangladesh: শনিবার হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৭/৬। পুরুষদের টি-২০ ক্রিকেটে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। - পিটিআই
1/10

টেস্ট সিরিজের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে একাধিক রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদবরা।
2/10

শনিবার হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৭/৬। পুরুষদের টি-২০ ক্রিকেটে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ।
3/10

নিজামের শহরে ভারত ২৩২ রান তোলে চার-ছক্কায়। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, পুরুষদের ক্রিকেটেও যা বিশ্বরেকর্ড।
4/10

গত বছর অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে পাঞ্জাব ২১৬ রান তুলেছিল চার-ছক্কায়। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড।
5/10

শনিবার ভারতীয় ব্যাটাররা মোট ৪৭টি চার-ছক্কা মেরেছেন। ২৫টি চার ও ২২টি ছক্কা। এটিও পুরুষদের টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড।
6/10

ভারতীয় ইনিংসের ২০ ওভারের মধ্যে ১৮ ওভারে ১০ বা তার বেশি রান হয়েছে। এটাও পুরুষদের ক্রিকেটে বিশ্বরেকর্ড।
7/10

সঞ্জু স্যামসন হচ্ছেন একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার যাঁর আন্তর্জাতিক টি-২০-তে সেঞ্চুরি রয়েছে। তাঁর আগে ঈশান কিষাণের ৮৯ রানই ছিল ভারতের সর্বোচ্চ।
8/10

মাত্র ১৪ ওভারে দুশো সম্পূর্ণ করে ভারত। পুরুষদের ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম দুশোয় পৌঁছমোর নজির। ১৩.৫ ওভারে দুশো করে বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার।
9/10

মাত্র ৭.১ ওভারে একশো সম্পূর্ণ করে ভারত। যা টি-২০ ক্রিকেটে তাদের দ্রুততম। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ ওভারে একশো করেছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল।
10/10

২২টি ছক্কা মেরেছে ভারত। টি-২০ ক্রিকেটে যেটা দেশের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ ছক্কার নজির পেরল ভারত। ছবি - পিটিআই
Published at : 13 Oct 2024 09:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
