এক্সপ্লোর
ISL: লড়েও কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ইমামি ইস্টবেঙ্গলের

কেরালার বিরুদ্ধে হার ইমামি ইস্টবেঙ্গলের
1/10

এবারের আইএসএল মরসুমে প্রথম ম্যাচেই হার ইমামি ইস্টবেঙ্গলের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গেল তারা।
2/10

শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩-১-এ তারা হারাল ইস্টবেঙ্গল এফসি-কে।
3/10

৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর আদ্রিয়ান লুনার গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স। কিন্তু ম্যাচের একেবারে শেষে আট মিনিটের মধ্যে তিনটি গোল হওয়ায় উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা হাজার পঞ্চাশ ফুটবলপ্রেমী।
4/10

৮০ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে নামার দু’মিনিট পরেই গোল পান প্রথম আইএসএল ম্যাচ খেলা ইউক্রেনিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ইভান কালিউঝনি।
5/10

প্রথমার্ধের মাঝামাঝি দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে কোনও কার্ড ব্যবহার না করেই রেফারি সিআর শ্রীকৃষ্ণ অবস্থা সামলে নেন।
6/10

দু’বছর ফাঁকা গ্যালারির সামনে খেলার পর হাজার হাজার অশান্ত দর্শকের সামনে খেলতে নামলে এমনটা হতেই পারে। স্বাভাবিক ভাবেই মাথা ঠান্ডা রাখা কঠিন হচ্ছিল ফুটবলারদের পক্ষে।
7/10

২৬ মিনিটের মাথায় প্রথম গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় ব্লাস্টার্স। যখন বাঁ দিক দিয়ে ওঠা জেসেলের কাছ থেকে বল পেয়ে সহাল আব্দুল সামাদ বক্সের মধ্যে ডানদিকে কাট করে দেন বক্সের মাথায় থাকা পুইতিয়াকে। তিনি সোজা গোলে শট নিলেও তা হাওয়ায় গতিপথ বদলে অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়।
8/10

এর সাত মিনিট পরে আবার এক অসাধারণ গোল পান তিনি। এর মাঝে ৮৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা একটি গোল শোধ করলেও এর বেশি গোল পায়নি তাঁর দল।
9/10

কেরালা যোগ্য দল হিসেবেই জিতেছে, এমনটাই মনে করেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন। এছাড়া ছেলেদের মধ্যে মনসংযোগের অভাব ছিল বলে মনে করেন তিনি।
10/10

আগামী ১২ অক্টোবর গোয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।
Published at : 08 Oct 2022 09:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
