এক্সপ্লোর
Sunil Chetri: 'ফুটবল' যদি সিনেমা হয়, তবে ওঁরা যেন উত্তম-সুচিত্রা
Sunil Chetri Love Story: ফুটবল মাঠে তিনি আইকন। দেশের তরুণ প্রজন্মের আইডল। খেলােয়াড় সুনীল কিন্তু বেশ রোমান্টিকও। দীর্ঘ সময়ে প্রেমের পর বিয়ে করেছিলেন সুব্রত ভট্টাচার্যের মেয়েকে।

সুনীল ছেত্রী ও তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য (ছবি ইনস্টাগ্রাম)
1/10

রুপোলি পর্দার প্রেমের গল্পকেও হার মানাবে তাঁদের প্রেম। ক্রিকেটে যদি বিরাট অনুষ্কা হয়, তো ভারতীয় ফুটবলের মিস্টার অ্যান্ড মিসেস তাঁরা। সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্য।
2/10

সম্প্রতি দেশের ফুটবল আইকন সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে খেলতে নামবেন।
3/10

সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য। বাঙালি এই তরুণীর আরও এক পরিচয় তিনি প্রাক্তন বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে ও অভিনেতা সাহেব ভট্টাচার্যের বোন।
4/10

মোহনবাগানে সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে খেলার সময়ই কোচের মেয়ের সঙ্গে প্রেমপর্ব শুরু হয় সুনীলের। তাঁর বয়স তখন ১৮। সোনমের বয়স তখন ১৫।
5/10

সুনীলকে নাকি প্রথমে পছন্দ ছিল না সোনমের। পরে বাবার স্নেহধন্য সুনীলের খেলার ভক্ত হয়ে যান তিনি। শেষে নিজেই সুনীলকে মেসেজ করেছিলেন ও বলেছিলেন যে তিনি দেখা করতে চান ফুটবলারের সঙ্গে।
6/10

মেসেজে কথা বলতে বলতই একদিন সুনীল জানতে পারেন যে সোনম সুব্রত ভট্টাচার্যের মেয়ে। সোনমকে নাকি পড়াশুনো শেষ করার উপদেশও দিয়েছিলেন ভারতীয় ফুটবলের আইকন।
7/10

সুনীল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ''আমি বেশ কয়েক বছর প্রেম করার পরে সুব্রত স্য়ারকে জানিয়েছিলাম যে আমি আপনার মেয়েকে ভালবাসি, এরপর উনি সম্মতি দেওয়ার পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।''
8/10

২০১৭ সালের ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন সুনীল ও সোনম। কলকাতায় এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয়সজনরা।
9/10

সুনীলের সব খেলাতেই তাঁকে সমর্থন জোগাতে মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেন সোনম। এমনকী গর্ভবতী থাকার সময়ও সুনীলের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সোনম।
10/10

গত বছর ৩০ আগস্ট এক পুত্রসন্তানের জন্ম দেন সোনম। দম্পতি তাঁদের সন্তানের নাম রেখেছেন ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় ছেলে ও স্ত্রী-কে নিয়ে বিভিন্ন সময় ছবি পোস্ট করতে দেখা যায় সুনীলকে।
Published at : 22 May 2024 12:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
