এক্সপ্লোর
Sunil Chhetri: প্রথম ম্যাচেই গোল পাকিস্তানের বিরুদ্ধে, সুনীলের অবসরের সিদ্ধান্ত শুনে মা ও স্ত্রীর চোখে জল
Indian Football Team: ভারতের জার্সিতে তো রেকর্ড বটেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে রয়েছেন সুনীল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৮ গোল), আলি দাই (১০৮ গোল) ও মেসির (১০৬ গোল) পরেই।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সুনীলের। - পিটিআই
1/10

ভারতের জাতীয় (Indian Football Team) দলের হয়ে ১৯ বছর ফুটবল খেলেছেন। করেছেন রেকর্ড সংখ্যক ৯৪ গোল। ভারতের জার্সিতে তো রেকর্ড বটেই। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে রয়েছেন
2/10

অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) আইকন তথা দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
3/10

কুয়েতের বিরুদ্ধে ৬ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষেই নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানছেন ছেত্রী।
4/10

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৮ গোল), আলি দাই (১০৮ গোল) ও লিওনেল মেসির (১০৬ গোল) পরেই বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সুনীল।
5/10

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। সেই ম্যাচেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও করেন ছেত্রী।
6/10

তারপর থেকে ভারতের জার্সিতে ১৫০টি ম্যাচ খেলে ফেলেছেন ছেত্রী। তবে আর নয় ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানছেন ভারতীয় অধিনায়ক।
7/10

ছেত্রী নিজের ভিডিও বার্তায় জানান তিনি বিগত মাস দেড়েক, দু'য়েক ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন। ছেত্রী বলেন, 'বিগত ১৯ বছরে ফুটবল খেলার অনাবিল আনন্দ এবং জাতীয় দলের হয়ে খেলার চাপের মধ্যে কোনদিন আমি কত ম্যাচ খেলেছি, কটা গোল করেছি, কী কী করেছি, সেইসব নিয়ে ভাবিনি।'
8/10

নিজের অবসরের সিদ্ধান্ত সর্বপ্রথম পরিবারকে জানান ছেত্রী। সেই খবর শুনেই তাঁর মা এবং স্ত্রী কান্নায় ভেঙে পড়েন বলে জানান ছেত্রী।
9/10

বয়স ৪০ ছুঁই ছুঁই। অনেকদিন ধরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা শেষ হল।
10/10

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন সুনীল।
Published at : 16 May 2024 10:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
