এক্সপ্লোর
IPL Record: গেলের রেকর্ড ভাঙবেন কে? দৌড়ে কোহলি, ওয়ার্নার

Virat_Kohli_Shikhar_Dhawan_Chris_Gayle
1/10

এবারের আইপিএলে তিনি খেলছেন না। কিন্তু আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ক্রিস গেলের। ১৪২ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন তিনি।
2/10

আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় দুই নম্বরে বিরাট কোহলি। ৫টি সেঞ্চুরি রয়েছে কিংগ কোহলির। আর একটি সেঞ্চুরি করলেই ধরে ফেলবেন গেলকে। আর জোড়া সেঞ্চুরি করলে? ভেঙে যাবে রেকর্ড।
3/10

আইপিএলে ১৫০ ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে ডেভিড ওয়ার্নারের। তালিকায় তিন নম্বরে তিনি।
4/10

আইপিএলে সেঞ্চুরির তালিকায় চার নম্বরে রয়েছেন শেন ওয়াটসন। ১৪৫ আইপিএল ম্যাচে ৪টি সেঞ্চুরি রয়েছে প্রাক্তন অজি তারকার।
5/10

তাঁকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি নামে চিনত ক্রিকেট বিশ্ব। উইকেটের চারদিকে শট খেলতে পারেন। সেই এ বি ডিভিলিয়ার্সের আইপিএলে ১৮৪ ম্যাচে তিনটি সেঞ্চুরি রয়েছে।
6/10

তালিকায় ছ'নম্বরে সঞ্জু স্যামসন। ১২১ ম্যাচে তিনটি সেঞ্চরি রয়েছে তাঁর।
7/10

এবার খেলছেন পাঞ্জাব কিংসে। ১৯২ ম্যাচে দুটি সেঞ্চুরি রয়েছে শিখর ধবনের।
8/10

তাঁকে অনেকে টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত মনে করেন না। এবার তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সর্বোচ্চ স্কোরার। আইপিএলে জোড়া সেঞ্চুরিও রয়েছে অজিঙ্ক রাহানের।
9/10

তালিকায় ন'নম্বরে কে এল রাহুল। ৯৪ ম্যাচ খেলে আইপিএলে দুটি সেঞ্চুরি করেছেন।
10/10

ক্রিকেট থেকে অবসরের পর তিনি এখন কোচ। কেকেআরের দায়িত্বে রয়েছেন। কিন্তু অমর হয়ে রয়েছে প্রথম আইপিএলের প্রথম ম্যাচে তাঁর সেই বিস্ফোরক ইনিংস। আইপিএলে দুটি সেঞ্চুরি রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের।
Published at : 27 Mar 2022 11:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
