এক্সপ্লোর
KKR vs DC: কালীঘাটে পুজো দিয়েও শাহরুখের কেকেআরের কাছে তেঁতো হার হজম করতে হল সৌরভকে
KKR vs DC: মাঠ প্রদক্ষিণ শেষ হতেই সৌরভকে দেখতে পান শাহরুখ। সৌরভ তখন পিছন ফিরে দাঁড়িয়ে বেঙ্কটেশকে ব্যাটিংয়ের স্টান্স বোঝাচ্ছেন। শাহরুখ পিছন থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন সৌরভকে।

সৌরভ-শাহরুখ খুনসুটি। - iplt20.com
1/10

এই মাঠে খেলেই তাঁর উত্থান। এই মাঠই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে উন্নতির সোপান চিনিয়েছে। সাধারণ থেকালীকে হয়ে উঠেছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। যাঁর কভার ড্রাইভ দেখে রাহুল দ্রাবিড়ের সেই অমর উক্তি, 'অফসাইডে প্রথমে ঈশ্বর, তারপর সৌরভ।'
2/10

সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে, তাঁর শহরে, তাঁর মাঠে তাঁরই আইপিএল দলের ওপর দিয়ে বুলডোজ়ার চালিয়ে দেবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। যে মাঠে স্টিভ ওয়র অশ্বমেধের ঘোড়াকে হ্যাঁচকা টানে মাটিতে আছড়ে ফেলেছিলেন ক্যাপ্টেন সৌরভ, যে স্টেডিয়ামে ঢোকার সময় এখনও বিশালাকার হোর্ডিংয়ে তাঁর ছবি, ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে সেই প্রিয় ইডেনেই হারের তেঁতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
3/10

হার শুধু নয়, রীতিমতো বিধ্বস্ত হতে হল দিল্লি ক্যাপিটালসকে (KKR vs DC)। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে বিশাখাপত্তনমে ১০৬ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল কেকেআর। সোমবার দ্বিতীয় সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে ৭ উইকেটে দুরমুশ করল ঋষভ পন্থদের। ১৫৩/৯ স্কোর তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ কেকেআরের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে ফিরল কেকেআর।
4/10

দিন কয়েক আগে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন গৌতম গম্ভীর ও কয়েকজন কেকেআর ক্রিকেটার। সোমবার দুপুরে কালীঘাটে পুজো দিয়েছেন সৌরভও।
5/10

প্রসাদি তিলক কপালে এঁকে বসেছিলেন দিল্লির ডাগ আউটে। ধুরন্ধর সব সিদ্ধান্ত নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন অধিনায়ক সৌরভ। আর সেই সৌরভের দলের অধিনায়কই কি না টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইডেনে। যে মাঠে সব দল রান তাড়া করার কৌশল নিচ্ছে। আগের ম্যাচে ২৬১ করেও হারতে হয়েছে কেকেআরকে।
6/10

তাঁদের নাকি সম্পর্কে তিক্ততা। একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) অধিনায়ক করে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারপর জন বুকাননের কুখ্যাত মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরি। এবং নাইট শিবিরে সৌরভের ব্রাত্য হয়ে পড়া।
7/10

তারপর থেকে প্রথম অধিনায়ককে বারবার কেকেআরের প্রতিপক্ষ ডাগ আউটেই দেখা গিয়েছে। কখনও পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক হিসাবে নাইটদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সৌরভ। কখনও দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে কেকেআর বধের নকশা সাজিয়েছেন। কখনও সফল হয়েছেন। কখনও ব্যর্থ। কখনও তীরে এসে তরী ডুবেছে। কখনও আবার নাস্তানাবুদ হতে হয়েছে সৌরভকে। যেমন হল সোমবার। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারল দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই দিল্লির বিরুদ্ধে নাইটদের জয়োধ্বনি।
8/10

তবে সোমবার ম্যাচের শেষে দেখা গেল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। কেকেআর ম্যাচ জিতলে মাঠ প্রদক্ষিণ করাটা শাহরুখের দস্তুর। এদিনও কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে ম্যাচের শেষ মাঠ ঘুরলেন শাহরুখ। ভক্তদের আব্দারে দিলেন দুহাত বাজপাখির মতো ছড়িয়ে বিখ্যাত সেই পোজ। সৌরভ তখন ক্লাব হাউসের সামনে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটের কাছে দাঁড়িয়ে বেঙ্কটেশ আইয়ারের ক্লাস নিচ্ছেন। নাইট তারকা বেঙ্কি সৌরভের ভক্ত। ম্যাচ শেষ হতেই দাদার কাছে টিপস নিতে ছুটেছিলেন।
9/10

মাঠ প্রদক্ষিণ শেষ হতেই সৌরভকে দেখতে পান শাহরুখ। সৌরভ তখন পিছন ফিরে দাঁড়িয়ে বেঙ্কটেশকে ব্যাটিংয়ের স্টান্স বোঝাচ্ছেন। শাহরুখ পিছন থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন সৌরভকে। চলে দাদার সঙ্গে খুনসুটি। বেশ খানিকক্ষণ কথা হয় দুই মহাতারকার। ছোট ছেলে আব্রামের সঙ্গে সৌরভের কথা বলিয়ে দেন শাহরুখ। ফের একবার আলিঙ্গন করেন সৌরভ-শাহরুখ। দিনের সেরা ছবি, নিঃসন্দেহে। সম্পর্কের বরফও যেন এখন গলেছে। মান-অভিমানের পালা মুলতুবি রেখে আগেও কথা বলেছেন দুই তারকা। সৌরভ সিএবি প্রেসিডেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকাকালীন। ফের একবার সৌরভ-শাহরুখ আড্ডা চলল।
10/10

কী কথা হল দুজনের? দুজনের কথোপকথনের সময় পাশেই দাঁড়িয়েছিলেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। বলছিলেন, 'সৌজন্য সাক্ষাৎ বলা যায়। দুজনেই দুজনের দলের প্রশংসা করেছে। সৌরভ শাহরুখকে বলেছে, তোমার দল তো খুব ভাল খেলছে। দিল্লি দলেরও পাল্টা প্রশংসা করেন শাহরুখ।' পরে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে গল্প জুড়ে দেন শাহরুখ। ছবি - পিটিআই, iplt20.com
Published at : 30 Apr 2024 12:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
