এক্সপ্লোর
Robin-Sheetal Love Story: ২২ গজে এখনও জ্বলে ওঠেন, মাঠের বাইরে রবিন উথাপ্পার প্রেমের কাহিনি কেমন?

রবিন উথাপ্পা
1/10

রবিন উথাপ্পা চেন্নাইয়ের অভিজ্ঞ ক্রিকেটার। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
2/10

১৬২.৫০ স্ট্রাইক রেটে ৭৮ রান এখনও পর্যন্ত এবারের আইপিএলে করেছেন রবিন উথাপ্পা।
3/10

আইপিএলে দারুণ সফল রবিন উথাপ্পা। তাঁর স্ত্রী শীতল গৌতমকেও বেশ কয়েকবার স্টেডিয়ামে তাকে সমর্থন করতে দেখা গেছে।
4/10

রবিন উথাপ্পা ৩ মার্চ ২০১৬ তারিখে শীতলকে বিয়ে করেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন।
5/10

বেঙ্গালুরুতে একই কলেজে পড়তেন শীতল আর রবিন। শীতল ছিলেন রবিনের সিনিয়র। শীতল খেলতেন টেনিস আর রবিন খেলতেন ক্রিকেট।
6/10

জাতীয় দলের জার্সিতেও দীর্ঘদিন খেলেছেন উথাপ্পা। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন উথাপ্পা।
7/10

৯ বছর বয়স থেকেই টেনিস খেলতেন শীতল। এখনো টেনিসের প্রতি তার দারুণ ভালোবাসা রয়েছে। ফিটনেস নিয়েও তিনি সবসময় সিরিয়াস।
8/10

চেন্নাইয়ের হয়ে খেলেন উথাপ্পা। আর গ্যালারিতে, স্ট্যান্ডে বিভিন্ন সময়ে দেখা যায় শীতলকে। স্বামীকে উদ্বুদ্ধ করতে সবসময় মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেন শীতল।
9/10

শীতল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হাঁটু গেড়ে বসেই তাঁকে প্রস্তাব দিয়েছিলেন রবিন। কিন্তু সেই মুহূর্তে বিষয়টি মজার বলেই মনে হয়েছিল শীতলের।
10/10

বিয়ের এক বছর পর ২০১৭ সালের ৩ অক্টোবর রবিন ও শীতল মা-বাবা হন।
Published at : 01 Apr 2022 11:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
