এক্সপ্লোর
Vijay Hazare Trophy: ঝোড়ো ব্যাটিংয়ে নায়ক কাইফ, ইডেনে বড় জয় বাংলার

বিজয় হাজারে ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু বাংলার।
1/10

বিজয় হাজারে ট্রফিতে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। প্রথম ম্যাচে সার্ভিসেসকে ৭০ রানে হারিয়ে দিল অনুষ্টুপ মজুমদারের দল।
2/10

প্রথমে ব্যাটিং করে বাংলা তোলে ৩১৫/৬। ব্যাট হাতে সফল কাইফ আমেদ ও অনুষ্টুপ। দুজনই হাফসেঞ্চুরি করেছেন।
3/10

মাত্র ৫৩ বলে ১১টি চার ও দুটি ছক্কা মেরে ৭৫ রান করেছেন কাইফ।
4/10

৬১ বল খেলে ৫৮ রান করেন অধিনায়ক অনুষ্টুপ।
5/10

জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অল আউট হয়ে যায়।
6/10

বাংলার বোলারদের মধ্যে ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমার ও শাহবাজ আমেদ দুটি করে উইকেট নিয়েছেন।
7/10

সার্ভিসেসের অধিনায়ক রজত পলিওয়াল ৯০ রান করে লড়াই চালালেও শেষ পর্যন্ত পরাস্ত হয় তাঁর দল।
8/10

অর্ণব নন্দী এক উইকেট নিয়েছেন। সাত ওভার হাত ঘুরিয়ে উইকেট পাননি ঋত্বিক চট্টোপাধ্যায়।
9/10

২৩ ফেব্রুয়ারি চণ্ডীগড়ের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে বাংলা।
10/10

৪ পয়েন্ট-সহ এলিট গ্রুপ ই-র শীর্ষে রয়েছে বাংলা।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
