এক্সপ্লোর
General Knowledge: ফোনে কথা বলার সময় কাজ করে না ইন্টারনেট? সমাধান রয়েছে হাতের কাছেই
Mobile Network: হাতের কাছেই রয়েছে সমাধান। শুধু জেনে নিতে হবে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

4G জমানাও শেষ। আরও ভাল 5G ইন্টারনেট পরিষেবা এখন হাতে হাতে।
2/10

কিন্তু তাতেও মাঝে মধ্যেই সমস্যা দেখা দেয়। ফোনে কথা বলতে বলতে, অনেক সময়ই ইন্টারনেট ব্যবহার করা যায় না।
3/10

ফোনে কথা বললে, সেই ফোনে খোলে না ব্রাউজার। সোশ্যাল মিডিয়া ফিডও আটকে যায়। ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে যায়।
4/10

দৈনন্দিন জীবনে প্রায়শই এই সমস্যায় পড়তে হয়। ফলে ফোনে কথা বলতে বলতে ব্রাউজার খুলে জরুরি কিছু যদি দেখতে যান, বাধা পান অনেকেই।
5/10

প্রযুক্তিগত কারণেই এমনটা ঘটে। ফোনের সেটিং-এগিয়ে গিয়ে কিছু রদবদল ঘটালেই দূর হতে পারে এই সমস্যা।
6/10

ফোনে কথা বলতে বলতে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে যদি বাধা পান, বুঝবেন কম গতির ইন্টারনেট নেটওয়র্ক, 2G বা 3G-তে চলে গিয়েছে ফোন।
7/10

এক্ষেত্রে ডেটা ব্যবহারের থেকে ভয়েস কলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই ফোনে কথা বলার সময়ও নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে VoLTE Enable (Voice Over LTE) করে রাখুন। তাহলেই সমস্যা কেটে যাবে।
8/10

অনেক সময় আবার VoLTE Enabled করা থাকলেও সমস্যা হয়। এক্ষেত্রে পরিষেবা প্রদানকারী সংস্থার নেটওয়র্কের সেটিং-ই দায়ী। ফোন এলে 2G নেটওয়র্কে চলে যায় সংযোগ। ফলে ফোনে কথা বলা গেলেও, একই সময়ে ইন্টারনেট ব্যবহার করা যায় না।
9/10

ফোনে কথা বলার সময়ও ইন্টারনেট ঘাঁটতে চাইলে, প্রথমেই ঠিকঠাক জায়গা বাছুন। সিগনাল ঠিকঠাক আসে, এমন জায়গায় গিয়ে কথা বলুন, ইন্টারনেট ঘাঁটুন।
10/10

পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিন আপনি যে প্ল্যান নিয়েছেন, তাতে VoLTE-র অপশন রয়েছে কি না। এলাকার নেটওয়র্কে কোনও সমস্যা আছে কি না, তাও জানতে চান ফোন করে। অনেক সময় আবার ফোন বন্ধ করে, পুনরায় চালু করলেও সমস্যা মিটে যায়।
Published at : 14 Jan 2025 08:23 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
