এক্সপ্লোর
মা হয়েছেন কোয়েল, প্রকাশ্যে আনলেন ছেলের প্রথম ছবি

1/7

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ট্যুইটারে লেখেন, ‘স্বাগত নতুন তারা। আশা করছি নবজাতক তার পরিবারের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবে আর পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে আসবে।অভিনন্দন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। মঙ্গল হোক।’
2/7

মা হলেন কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তাঁর সন্তান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সন্তানের প্রথম ছবি। সঙ্গে রয়েছেন স্বামী নিসপাল সিংহ রানেও।
3/7

কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর প্রকাশ্যে আসে কয়েক মাস আগে। ফেব্রুয়ারিতে নিজের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে সুখবর জানান কোয়েল। ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানে এবং কোয়েল।
4/7

আবীর চট্টোপাধ্যায় লেখেন, 'সবচেয়ে ভালো খবরটা শুনে সকালটা শুরু হল। টলিপাড়ার প্রিয় যুগলকে অনেক অভিনন্দন। নবজাতককে অনেক ভালোবাসা'
5/7

সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন কোয়েল। এ বার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপোলি পর্দার নায়িকা।
6/7

এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তায় ভাসতে থাকের কোয়েল। পরমব্রত চট্টোপাধ্যায় ট্যুইটারে লেখেন, ‘অভিনন্দন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। এই খারাপ সময়ে এটা একটা অত্যন্ত সুখবর।’
7/7

পাওলি দাম লেখেন, ' নতুন যাত্রার জন্য শুভেচ্ছা কোয়েল ও নিসপাল। সুস্থতার কামনা করি। ছোট্ট শিশুকে ভালোবাসা'। শুভেচ্ছা জানান, জিৎ, নুসরত, মিমি, অনিন্দিতা, শুভশ্রী, ইয়স সহ আরও অন্যান্যরাও।
Published at : 05 May 2020 02:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
