Earth's Second Moon: মাত্র দু'মাসের সঙ্গযাপন, পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে 'দ্বিতীয় চাঁদ', আবার দেখা ২০৫৫-তে
Earth's Mini Moon: Asteroid 2024 PT5-কে পৃথিবীর 'দ্বিতীয় উপগ্রহ' বা 'দ্বিতীয় চাঁদ' বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা।
নয়াদিল্লি: মাত্র দু'মাস পৃথিবীর সঙ্গ পাওয়ার কথা ছিল। সেই সময়সীমা উত্তীর্ণ হওয়ার মুখে। আপাতত বিদায় নিতে চলেছে পৃথিবীর 'দ্বিতীয় চাঁদ'। ফের ২০৫৫ সাল নাগাদ রাতের আকাশে তার দর্শন মিলতে পারে। গত দু'মাস ধরে প্রদক্ষিণ করার পর ২৫ নভেম্বর পৃথিবীকে বিদায় জানাতে চলেছে সেটি। (Earth's Second Moon)
Asteroid 2024 PT5-কে পৃথিবীর 'দ্বিতীয় উপগ্রহ' বা 'দ্বিতীয় চাঁদ' বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। 2024 PT5 আসলে একটি গ্রহাণু। আয়তন প্রায় ৩৩ ফুট। গত ৭ অগাস্ট আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-নজর পড়ে তার উপর। ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল সেটি। এবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাচ্ছে সেটি। (Earth's Mini Moon)
পৃথিবী থেকে 2024 PT5-এর দূরত্ব মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার। মহাজগতে এই দূরত্ব কিছুই নয়। তাই রাতের আকাশে পৃথিবীর 'দ্বিতীয় চাঁদ'কে পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছিলেন মহাকাশপ্রেমীরা। খালিচোখে যদিও বা পৃথিবী থেকে দেখা যায়নি তাকে, কিন্তু মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত অত্যাধুনিক টেলিস্কোপ সেটিকে ফ্রেমবন্দি করতে সফল হয়।
Two peanut-shaped asteroids in one month?
— NASA JPL (@NASAJPL) September 18, 2024
That begs the question... How many peanut-shaped asteroids does it take to qualify as a peanut gallery??
More on 2024ON, which safely flew past Earth on Tuesday: https://t.co/WjOqOxAYxG https://t.co/lTenZhZ7Mh pic.twitter.com/v1jgtxJqkM
2024 PT5 গ্রহাণুটি আসলে অর্জুন গ্রহাণু বলয়ের বাসিন্দা। পৃথিবীর অনুরূপ পাথর, মহাজাগতিক বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। মহাকাশে নজরদারি চালাতে গিয়ে গত ৭ অগাস্ট NASA-র Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) খোঁজ পায় 2024 PT5 গ্রহাণুটির।
বিজ্ঞানীরা সেই সময়ই জানিয়ে দেন যে, দু'মাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে গ্রহাণুটি। ২৫ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে। তার পর সূর্যকে প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি। পৃথিবীর আশেপাশে যে সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, তারা কখনও কখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে উপগ্রহের মতো আচরণ করতে শুরু করে। নিজেদের শক্তি হারিয়ে ফেলে তারা। নিয়ন্ত্রিত হয় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা, যা কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।
তবে পৃথিবীকে সম্পূর্ণ ভাবে প্রদক্ষিণ করতে পারে না এই বস্তুসমূহ। 2024 PT5 গ্রহাণুটিও পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরাল ভাবেই এগোচ্ছিল। সেই সময়ই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত অঞ্চলে ঢুকে পড়ে। এর আগে, ১৯৮১ এবং ২০২২ সালেও এমন ঘটনা ঘটে।