Jasprit Bumrah: কালই আসতে পারে বড় খবর, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা রাতে ঘুমোতে পারবেন তো?
Champions Trophy: বুমরাকে নিয়ে টালবাহানা চলছে। তারকা ফাস্টবোলারকে পেতে মরিয়া ভারতীয় শিবির। আর কে না জানে যে, বুমরা খেলা মানে ভারতীয় বোলিংয়ের চেহারাটাই বদলে যাবে।

মুম্বই: যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) খেলতে হবে ভারতকে? নাকি শেষ মুহূর্তে পাওয়া যাবে সবুজ সংকেত? বুম বুম বুমরা মন্ত্রে ভর করেই দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় দল?
কাল, মঙ্গলবারই হয়ে যেতে পারে ফয়সালা। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার মাহেন্দ্রক্ষণ ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার। যার অর্থ, রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার ভাগ্যপরীক্ষা। আমদাবাদের ডানহাতি ফাস্টবোলারকে নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবারই।
বুমরাকে নিয়ে টালবাহানা চলছে। তারকা ফাস্টবোলারকে পেতে মরিয়া ভারতীয় শিবির। আর কে না জানে যে, বুমরা খেলা মানে ভারতীয় বোলিংয়ের চেহারাটাই বদলে যাবে। যে কারণে চোট থাকার পরেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রাখা হয়েছে বুমরাকে। তবে আর টালবাহানা করা যাবে না বুমরাকে নিয়ে। কারণ, আইসিসি-র নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় বোর্ড, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।
আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে
শোনা যাচ্ছে, সম্প্রতি বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বুমরার পিঠে স্ক্যান করানো হয়েছে। তাঁকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করছেন। প্রাথমিকভাবে ১৫ সদস্যের ভারতীয় দলে বুমরাকে রাখা হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দেখা যাচ্ছে না তারকা পেসারকে। ১৯ ফেব্রুয়ারি শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারি শেষ ওয়ান ডে খেলবে ভারত। মনে করা হয়েছিল, আমদাবাদের সেই ম্যাচে অন্তত খেলতে পারবেন বুমরা। তাঁর ঘরের মাঠ আমদাবাদ।
View this post on Instagram
কিন্তু ভারতীয় দল সূত্রে খবর, আমদাবাদে নয়, বুমরা বরং রয়েছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। যে কারণে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা কমছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আজ সারারাত প্রার্থনা করবেন, যেন উৎকণ্ঠা কাটিয়ে মাঠে ফিরতে পারেন বুমরা। হয়ে উঠতে পারেন ভারতের সেরা বোলিং অস্ত্র।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচেও ননী ছিঃ ছিঃ ছিঃ, হেসে ফেললেন কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
