IND vs BAN: 'ড্রেসিংরুমে সবার সম্মান আদায় করে নিতে জানে..', রোহিতকে দরাজ সার্টিফিকেট গম্ভীরের
Gambhir On Rohit: চেন্নাইয়ে প্রথম ম্য়াচে খেলতে নামবে ২ দল। কোচ হিসেবে গম্ভীরেরও টেস্টে প্রথম অ্যাসাইনমেন্ট। ম্য়াচর আগে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন গৌতম গম্ভীর।
চেন্নাই: কোচ-অধিনায়ক জুটি হিসেবে শ্রীলঙ্কা (India vs Srilanka) সফরে ওয়ান ডে সিরিজে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি গম্ভীর-রোহিত। সিরিজে হারতে হয়েছিল। কিন্তু এই জুটির দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম ম্য়াচে খেলতে নামবে ২ দল। কোচ হিসেবে গম্ভীরেরও টেস্টে প্রথম অ্যাসাইনমেন্ট। ম্য়াচর আগে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন গৌতম গম্ভীর। ড্রেসিংরুমের সবার সম্মান আদায় করে নিতে জানেন হিটম্য়ান, এমনটাই মনে করেন প্রাক্তন বাঁহাতি ওপেনার।
জিও সিনেমায় এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, ''আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি একজন দল ততটাই সফল, যতটা তাঁর অধিনায়ক। কারণ সেই দলকে আগলে রাখেন। কোচিং সাপোর্ট স্টাফদের নিয়ে আমার দায়িত্ব শুধুমাত্র অধিনায়ককে পথ দেখানো। অনেক বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়কের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হয়। ক্রিকেটার হিসেবে মাঠে দুজনে খেলেছি। খুব সুন্দরভাবে।''
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের আঙিনায় অভিষেক হয় রোহিত শর্মার। ৫৯ টেস্টে খেলেছেন ২ জনে। ১০১ ইনিংস খেলেছেন রোহিত এখনও পর্যন্ত। ৪৫-এর ওপর গড়ে ৪১৩৮ রান করেছেন এখনও পর্যন্ত রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। রোহিত আরও বলেন, ''এটা পুরোটাই নির্ভর করে শরীর কেমনভাবে চলবে তার ওপর। কেমন ফিজিও অনুভব করবে তার ওপর। সেইভাবেই তাঁরা বিশ্রামের পরামর্শ দেবেন বোলারদের।''
দলের নতুন কোচিং স্টাফদের নিয়ে রোহিত বলেন, ''নতুন কোচিং স্টাফ। নতুন হেডকোচ। নতুন ব্যাটিং কোচ ও বোলিং কোচ। আমি যদিও গম্ভীর ভাই ও অভিষেককে চিনি। ওঁদের সঙ্গে খেলেওছি। মর্নি মর্কেলের বিরুদ্ধে কয়েকটা ম্য়াচেও খেলেছি। বেশ কয়েকটি কঠিন লড়াইয়ে মুখোমুখি হয়েছিলাম আমরা। সহকারী কোচ রায়ানের বিরুদ্ধেও হয়ত কিছু ম্য়াচ খেলেছি।''
গত বছর টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে পৌঁছে রানার্স আপ হয়ে থাকতে হয়েছিল। ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে নিজেদের আগামী ১০ টেস্টের মধ্যে ৬ ম্য়াচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: ''অবসর ইস্যুটা এখন ছেলেখেলা হয়ে গিয়েছে...'', নিজের কেরিয়ার নিয়ে বড় বয়ান রোহিতের