Virat Kohli: শুধু জরিমানাতেই শেষ নয়, প্রিয় কোচের বকা খেতে হল কোহলিকে, বিরক্ত গাওস্করও
India vs Australia: মাঠের আগ্রাসন থেকে শুরু করে সব সময় যিনি কোহলির হয়ে ব্যাটিং করেছেন, সেই শাস্ত্রীই কোহলির আচরণে বিরক্ত।
মেলবোর্ন: তিনি জাতীয় দলের কোচ থাকাকালীন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তৈরি হয়েছিল দুর্দান্ত রসায়ন। এমনকী, অধিনায়ক কোহলির জোরাজুরিতে শাস্ত্রী দ্বিতীয়বার কোচের মেয়াদের জন্য আবেদন করেছিলেন একেবারে শেষ মুহূর্তে। দায়িত্বও নিয়েছিলেন। বিরাট কোহলির সাফল্য-ব্যর্থতায় পাশে থেকেছেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ায় শাস্ত্রীর বিশেষ অনুমতি নিয়ে অনুষ্কাকে নিয়ে গিয়েছিলেন বিরাট।
তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে সেই শাস্ত্রীরও বকা খেতে হল কোহলিকে। মাঠের আগ্রাসন থেকে শুরু করে সব সময় যিনি কোহলির হয়ে ব্যাটিং করেছেন, সেই শাস্ত্রীই কোহলির আচরণে বিরক্ত। ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শাস্ত্রী বলেন, 'এটা অপ্রয়োজনীয়। একেবারে অপ্রয়োজনীয়। এটা কেউই দেখতে চাইবেন না। বিরাট সিনিয়র ক্রিকেটার। ও দলের অধিনায়ক ছিল। ওর হয়তো ওর মতো করে গোটা ঘটনার ব্যাখ্যা থাকবে। তবে এই দৃশ্য কেউই দেখতে পছন্দ করবে না।'
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারের পর। দিক বদলের সময় বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের (Sam Konstas) ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই মাঝ পিচে দু'জন দু'জনের দিকে তেড়ে যান। কোহলিকে কিছু বলতে শোনা যায়, জবাব দেন কনস্টাস। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, মাঠে আম্পায়ার এবং উসমান খাওয়াজাকে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দিতে হয়। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়।
আরও পড়ুন: 'এদের সঙ্গে হেসে কথা বলিস না', কোহলির বার্তা ভাইরাল, যশস্বীকে ধমক রোহিতের
কোহলির আচরণ দেখে বিরক্ত কিংবদন্তি সুনীল গাওস্করও। তিনি বলেন, 'এটা হয়তো টেস্ট ম্যাচের উত্তেজনার বশে। তবে এটা এড়ানো যেত। যদি বিষয়টা ভিড় রাস্তায় হতো, যেখানে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছেন, তা হলে না হয় মানা যেত। কিন্তু সেসব কিছুই ছিল না। সরে গেলে মোটেও ছোট হয়ে যেত না ও। খেলার মাঠে এরকম দৃশ্য কেউই দেখতে পছন্দ করেন না, অবশ্যই নয়।'
যদিও গাওস্কর বলেন, 'আমার মনে হয়েছে কেউই কাউকে দেখেনি। কনস্টাস ওর ব্যাটের দিকে চেয়েছিল। কোহলি বলের দিকে। পরে ফুটেজ দেখলে বোঝা যাবে ঘটনাটা। দেখতে হবে কাকে বেশি জরিমানা করা হচ্ছে।'
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।