Rachin Ravindra: বাবার মুখে কোনওদিন একথা শোনেননি! ভারতকে হোয়াইটওয়াশ করে বিরাট প্রাপ্তি নিউজ়িল্যান্ডের তারকার
India vs New Zealand: ভারতের মাটিতে ইতিহাস গড়েছে নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। প্রথমবার ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতেছে নিউজ়িল্যান্ড।
মুম্বই: ভারতের মাটিতে ইতিহাস গড়েছে নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। প্রথমবার ভারতের মাটি থেকে টেস্ট সিরিজ জিতেছে নিউজ়িল্যান্ড। সবচেয়ে বড় কথা, ভারতকে ভারতের মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে নিউজ়িল্যান্ড। যা এর আগে কোনও দেশ পারেনি।
যে কীর্তির পর উচ্ছ্বাসে ভাসছেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। তার চেয়েও বড় কথা, তিনি পেয়ে গিয়েছেন এমন একজনের প্রশংসা, যাঁর কাছ থেকে সার্টিফিকেট পাওয়া দুষ্কর। কে তিনি? রাচিন রবীন্দ্রর বাবা।
নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র জানিয়েছেন, তাঁর বাবা খুব একটা তাঁর প্রশংসা করেন না। কিন্তু ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরে সম্পূর্ণ উল্টো ছবি দেখা গিয়েছে। ছেলেকে নিয়ে গর্বিত হয়ে বিশেষ বার্তা দিয়েছেন রাচিন রবীন্দ্রের বাবা। ঐতিহাসিক সিরিজ় জেতার পর পুত্রকে চারটি শব্দ বলেছেন তাঁর বাবা রবি কৃষ্ণমূর্তি। রাচিন বলেছেন, 'বাবা বলল, 'তোমাকে নিয়ে আমি গর্বিত।' বাবার মুখ থেকে এই কথা জীবনে খুব বেশিবার শোনার সৌভাগ্য হয়নি। বাবার এই প্রশংসা পাওয়া মানে মনে হয়েছে সত্যিই আমি কিছু একটা করেছি।'
View this post on Instagram
রাচিন রবীন্দ্র আরও বলেছেন, 'আমার বাবা বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিল। বাবাকে মাঠে দেখে দারুণ লেগেছিল। আমি নিশ্চিত যে, আমার মা বাড়িতে ফিরে টিভিতে পুরো ম্যাচটাই দেখেছে। আমার বাবা-মা যে দেশে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে এমন পারফর্ম করা আমার কাছে স্পেশ্যাল। যদিও আমি সবসময়ই সকলকে বলি যে, আমি নিউজিল্যান্ডের মানুষ।'
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মহৎ উদ্যোগ সৌরভের, জঙ্গলমহলের দুঃস্থ মানুষের দিকে বাড়ালেন সাহায্যের হাত
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।