Mohammad Amir: মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, জাতীয় দলে খেলার আশায় অবসর ভেঙে ফিরলেন আমির
T20 World Cup 2024: মাত্র ২৭ বছর বয়সে ২০২০ সালে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁহাতি পাক পেসার। এবার ফের দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চান আমির।
করাচি: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে দেশের হয়ে নামত চান। তাই অবসর ভেঙে ফিরলেন মহম্মদ আমির। আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। মাত্র ২৭ বছর বয়সে ২০২০ সালে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁহাতি পাক পেসার। এবার ফের দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চান আমির। নিজের সোশ্যাল মিডিয়ায় আমির লিখেছেন, ''আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবনে কখনও কখনও এমন সময় আসে, যখন কিছু সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখতে হয়। আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা হয়েছে। তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছেন। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করছেন কর্তারা। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচকেরা যদি মনে করেন আমি দলে ফিরতে পারি, তাহলে আমি তৈরি।''
View this post on Instagram
উল্লেখ্য, মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আমিরের। কিন্তু জীবনে অন্ধকার নেমে আসে ম্য়াচ গড়াপেটার জন্য ২০১০ সালে অভিযুক্ত হয়েছিলেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। পাঁচ বছর পর প্রত্যাবর্তন করেন ২০১৬ সালে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন। ফাইনালে সেবার পাকিস্তানের জয়ের অন্য়মতম কারিগরও ছিলেন। কিন্তু টিম ম্য়ানেজম্য়ান্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নিয়ে নিয়েছিলেন প্রাক্তন বাঁহাতি পেসার।
কিছুদিন আগেই অবসর ভেঙে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। গত পিএসএলে দুরন্ত ফর্মে ছিলেন ইমাদ। রীতিমত অলরাউন্ড পারফরম্য়ান্স দেখা গিয়েছে তারকা ক্রিকেটারের। এরপরই পিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয় ইমাদকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য। এরপর নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে চেয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইমাদ লিখেছেন, ''পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি এই কথা বলতে পারি যে আমার অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি ২০ বিশ্বকাপের আগে আমি এই সংস্করণে পাকিস্তানের ক্রিকেটে আমার ফেরার বিষয়টি নিশ্চিত করছি। আমার প্রতি পিসিবি যে আস্থা রেখেছে তাঁর কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো করতে আমি নিজের সেরাটা উজাড় করে দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।''