Shakib Al Hasan: ফের বাংলাদেশের হয়ে খেলবেন শাকিব! বিসিবি প্রেসিডেন্ট দিলেন বিরাট আপডেট
BCB president Faruque Ahmed:
চট্টগ্রাম: মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দেশের মাটি থেকেই টেস্ট কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর শাকিবের বিরুদ্ধে দেশ জুড়ে তৈরি হওয়া তীব্র ক্ষোভের আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল, শাকিবের নিরাপত্তার নিশ্চয়তা তারা দিতে পারবে না। এমনকী, তাঁকে যে গ্রেফতার করা হবে না, সেই নিশ্চয়তাও দিতে পারেননি বিসিবি কর্তারা। তারপরই শাকিবের পরিবর্ত হিসাবে হাসান মুরাদের নাম ঘোষণা করে বিসিবি।
তবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে যে শাকিবকে পাওয়া যাবে, ঘোষণা করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুখ আমেদ (Faruque Ahmed BCB president)। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের পর থেকে আর বাংলাদেশের জার্সি পরে মাঠে নামেননি শাকিব।
মীরপুরে শের ই বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium in Mirpur) সাংবাদিকদের ফারুখ বলেছেন, 'শাকিবকে নিয়ে বলতে পারি, দল যখন এখনও ঘোষণা করা হয়নি, তার মানে ধরে নিতে হবে শাকিবকে ধরেই এগনো হচ্ছে।'
বুধবার মীরপুরে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা ছিল। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুখ বলেন, 'শাকিবের মীরপুর টেস্টে খেলতে না পারার সঙ্গে আমরা কোনওভাবেই জড়িত নই। এটা হল আইনশৃঙ্খলা, সরকার ও শাকিবের মধ্যেকার ব্যাপার।' তিনি ব্যক্তিগতভাবে শাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার সব ধরনের চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ফারুখ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে শাকিব আল হাসান দেশের মাটিতে খেলে অবসর নিতে পারে। আমার যা করার ছিল করেছি।'
আরও পড়ুন: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের
এরপরই ফারুখ বলেন, 'প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি মনে করি যে, একজন ১৭ বছর ধরে ক্রিকেট খেলেছে। শাকিব দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। আমার মতে দেশের মাটিতে খেলে ও অবসর নিলে খুব ভাল হতো। তবে ওর দেশে ফেরাটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইনশৃঙ্খলার প্রশ্ন এর সঙ্গে জড়িত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অংশ নয়। ও এলে বোর্ডের যতটুকু ক্ষমতা, সেই অনুযায়ী আমরা ওকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। তবে ও যখন আসেনি, তখন এ নিয়ে আর কথা বলে লাভ নেই।'
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।