Vidhu Vinod Chopra: বাবা বিখ্যাত পরিচালক, ছেলের ব্যাটে রেকর্ডের ফোয়ারা, ভেঙে দিলেন ব্র্যাডম্যানের কীর্তি
Ranji Trophy: অগ্নির রেকর্ড দেখে তাজ্জব হয়ে গিয়েছেন শশী তারুর। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ অগ্নির অবিশ্বাস্য রেকর্ড দেখে কার্যত কথা হারিয়েছেন।
মুম্বই: বাবা বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক। মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, টুয়েলভথ ফেলের মতো কালজয়ী সিনেমা বানান। ছেলে অবশ্য বাইশ গজের দুনিয়াতেই সাবলীল। ব্যাট হাতে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এমনকী, ভেঙে দিয়েছেন স্যর ডন ব্র্যাডম্যানের (Don Bradman) কীর্তি। সেই ব্র্যাডম্যান, যাঁকে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটার মনে করা হয়।
বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নির (Agni Chopra) কীর্তি দেখে মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। ভারতের ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন অগ্নি। মিজোরামের হয়ে রঞ্জি ট্রফিতে রানের ফোয়ারা তাঁর ব্যাটে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে ৮ সেঞ্চুরি। চারটি হাফসেঞ্চুরি। ব্যাটিং গড়? ৯৯.০৬!
রঞ্জি ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ২৬৯ বলে ২১৮ রান করেন অগ্নি। শেষ তিনটি ম্যাচে এটি তাঁর তৃতীয় একশো বা তার বেশি রান। আমদাবাদে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তার আগের ম্যাচে অগ্নি দুই ইনিংসে করেছিলেন ১১০ ও ২৩৮। সেই ম্যাচে ২৬৭ রানে জিতেছিল মিজোরাম।
অগ্নি মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ পর্বে ক্রিকেট খেলেছেন। তারপরে তাঁর কোচ খুশপ্রীত প্রস্তাব দেন যে, তাঁর অন্য কোনও দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। যাতে তিনি খেলার আরও বেশি সুযোগ পান। তারপরেই অগ্নি মিজোরামে চলে যান। প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেই ছাপ ফেলতে শুরু করেন। প্রথম চারটি রঞ্জি ম্যাচে অগ্নি যথাক্রমে ১০৫, ১০১, ১১৪, ১০, ১৬৪, ১৫, ১৬৬ এবং ৯২ রানের ইনিংস খেলেছিলেন। কেরিয়ারের প্রথম চার প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন অগ্নি। যে কীর্তি স্যার ডন ব্র্যাডম্যানেরও ছিল না।
অগ্নির রেকর্ড দেখে তাজ্জব হয়ে গিয়েছেন শশী তারুর। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ অগ্নির অবিশ্বাস্য রেকর্ড দেখে কার্যত কথা হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি এমন এক ভারতীয় ব্যাটারকে দেখলাম যার ৯ প্রথম শ্রেণির ম্যাচে ৮ সেঞ্চুরি, ৪ হাফসেঞ্চুরি। ব্র্যাডম্যানোচিত কীর্তি।'
I gave birth to him🙋♀️ https://t.co/dHMSjQpX2Z
— Anupama Chopra (@anupamachopra) October 30, 2024
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।